আমাদের কথা খুঁজে নিন

   

বিস্ময়

শাদা পরচুল অন্ধকার আমি ভেঙেছি নিজেরে, খেলেছি নিজেকে নিয়ে ব্যর্থতা সব ঘুচিয়ে দিয়ে। তারূণ্য দীপ্ত রাগে- পুরানের অনুরাগে, শিল্পীত নিপুন কারুকাজে কত স্নেহ দীপ্তি ভরে; গড়েছি সর্গ নব সঙ্গীত সুরে। আজ রক্তবরণ আবির মেখে-এই প্রভাতে রেঙেছি রঙে! বেধেছি মোর নগ্ন হাতে- সৃষ্টির নব কাঁকন এ মোর ভাললাগা বাঁধন। আমি ভিজিয়ে দিয়েছি স্বপ্ন ঝর্ণার জলে- সুরে সুরে ছন্দেরো তালে, বিচিত্র সত্ত্বা মোর আনব পরাণে নব রাঙা ভোর । অবগাহন স্বপ্ন মোর ; লোকান্তরে কল্পসারে- দেখেছি সবখানে লেখা মুগ্ধ মর্মরে বিস্ময়! নব সৃষ্টির, উদয় কৃষ্টির বিচিত্র বিস্ময়!! বিস্ময় নতুন সূর্য রাঙা দিনে ! বিস্ময় বর্ষার জলঝরা দিনে ! বিস্ময় নদী সাগর আর বনে ! বিস্ময় আমার এই দূরন্ত মনে ! বিস্ময় নূতনের বিকাশ তত্ত্বে ! বিস্ময় শেষের বিনাশ তত্ত্বে! বিস্ময় শিশুর হাসিতে থাকে ভরে ! বিস্ময় পুস্পিত কাননে স্বপ্ন পুরে ! বিস্ময় আমার চির জাগ্রত রূপে ! বিস্ময় তোমার বিকশিত রূপে ! আমার মনের উঠোন, হৃদয়ের দুকূলে- বিস্ময় শুধু ভাসে পলে পলে! চির সাধনায় মোর, চির জাগ্রত চিন্তায়- প্রবাহমানতায়, স্বপ্নচারিতার নিরন্তর খেলায়- বিচিত্রতার মেলায় ; তাকে খুজে যাই! গাই আগমনী গান, খুলি হৃদয় দুয়ার দেখা দেয় সমুখে বারবার বিশ্বলোকের প্রাণ, স্বর্গীয় শোভায় রোজকার চেনা, চির অচেনা বিস্ময় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।