আমাদের কথা খুঁজে নিন

   

নীরব বিস্ময়

আমার এই পথ চলাতেই আনন্দ ...।। এক নীরব বিস্ময় খেলা করে এই অন্ধকারে- যখন পৃথিবী ঘুমায়ে পড়ে স্বপ্নেরা জেগে ওঠে। অতীত নতুন কীর্তন করে, হৃদয় কেঁপে ওঠে বৃদ্ধ বাতাসের ঝরে- আঁখি অশ্রু ঝরায়। আশার দীর্ঘশ্বাস পড়ে হতাশার বুকে। অস্তিত্ব কেঁদে ওঠে বিনাশের দুখে। জন্ম মৃত্যুর খাদ্য যোগায় রথের চাকা ঘোরে। এক নীরব বিস্ময় খেলা করে এই পৃথিবীর পথে-প্রান্তরে, কারো চেনা কারো বা অচেনা রয়ে নীরব বিস্ময় খেলা করে চলে নীরবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।