আমাদের কথা খুঁজে নিন

   

নতুন বছর আসতেছে আসুন শেয়ার করি কার বাসা ভাডা কত বাডল

যখন নতুন ঢাকার বাসায় উঠি তখন বাসা ভাডা বাডানো কি জানতাম না। সেটা ২০০৯ সালের জানুয়ারি মাসের কথা। ৮,০০০ টাকা মাসিক ভাডায় নতুন নির্মান করা হয়েছে এমন একটি বাসায় উঠি। ভালই যাচ্ছিল। এর পর ২০০৯ সালের নভেম্বরে জানানো হয় জানুয়ারি থেকে বাসা ভাডা ৮,৫০০ করা হবে।

বাসায় ৪ জন মেম্বার ছিল। জনপ্রতি ১০০ বা তার কিছু বেশি বাডে। এতে কারো গায়ে কিছু লাগে নি। বছর ঘুরতে না ঘুরতেই আবার আসে সেই নভেম্বর মাস। ২০১০ এর নভেম্বর মাস।

এবার বাডি ওয়ালা ডেকে বললে বাবা তুমরা নতুন বছর থেকে ১,০০০ টাকা বাডিয়ে দিও। মানে ৯৫০০ টাকা দিও। সবাই মিলে আলোচনা করলাম। নতুন বাসা খোজার পেইন আর বাসা চেন্জ করার পেইন নেবার চেয়ে ১০০০ টাকা বাডিয়ে দেয়াই ভাল। যুক্তি দিলাম যে বেশি তো না জন প্রতি ২৫০ টাকা বেশি দিতে হবে।

কয়েকদিন বাইরে না খেলেই হবে সবাই আমার যুক্তি মেনে নিল। কারন বাসাটি ছিল একদম নতুন। মানে আমরাই প্রথম ভাডাটিয়া। কয়েকদিন আগে আসল ২০১১ এর নভেম্বর মাস। এবার আবার বাডিওয়ালা আবার ডেকে বলল যে বাবারা তোমরা সামনের বছর থেকে ১১,০০০ মিলিয়ে দিও।

আমরা তো পডলাম মহা ফাপরে। কারন এবার প্রায় ৫০০ টাকা করে জনপ্রতি। আমি আর নতুন যুক্তি দিলাম না। কিন্তু বললাম আমি বাসা খুজতে পারব না। এখানে উল্লেখযোগ্য যে প্রতি বারই আমরা ভাডা বাডানোর প্রতিবাদ করেছি এবং বাডিওয়ালার কাছ থেকে বাসা ছাডার হুমকি পেয়েছি।

তাই মেনে নেয়া ছাডা আর কোনো উপায় ছিল না। এক নজরে দেখুন ২০০৯- ৮,০০০ টাকা ২০১০- ৮,৫০০ টাকা ২০১১- ৯,৫০০ টাকা ২০১২- ১১,০০০ টাকা ২০১৩- ????? টাকা আপনাদের কি অবস্হা একটু আওয়াজ দিন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.