আমাদের কথা খুঁজে নিন

   

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর মেধাবী ছাত্র অনিক এবং খাইরুল হত্যার বিচার চাই

http:/t//images/authors/ovee_cep-263462_231660043520986_100000309770317_802117_2385023_n.jpg void(1); শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর মেধাবী ছাত্র অনিক এবং খাইরুল হত্যার বিচার চাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলার দরুণ লাশ হতে হলো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই ছাত্রকে। লাশ উদ্ধারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলা, তদন্ত এবং গ্রেফতারে অবহেলা এবং ফারুক স্যার কর্তৃক লাশের মুখের সামনে দাড়িয়ে সিগারেট খেয়ে লাশের প্রতি চরম অবমাননার দরুণ বিক্ষুব্ধ ছাত্ররা তিন দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ এবং অনির্দিষ্ট কালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে । তিন দফা দাবি ১. প্রক্টরকে ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। ২. লাশের প্রতি অবমাননাকারী ফারুক স্যারকে ছাত্র-ছাত্রীদের কাছে ক্ষমা চাইতে হবে। ৩. অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার এবং ফাসি কার্যকর করতে হবে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ঐক্যবদ্ধ আন্দোলন লাগাতার চলবেই চলবে শা,বি,প্র,বি, এর সকল ছাত্র-ছাত্রী বৃন্দ.... শাবির অপহৃত ২ ছাত্রের লাশ উদ্ধার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অপহৃত দুই ছাত্রের লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ৭টায় খায়রুল ও সকাল ১০টায় অনিকের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শাবির বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুর চালাচ্ছে। নির্ধারিত সময়ে প্রশাসন নিখোঁজদের উদ্ধারে কার্যকর পদক্ষেপ না নেয়ায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করছে। শুক্রবার সন্ধ্যায় ডাকাতের কবলে পড়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের ৩য় বর্ষ ২য় সেমিষ্টারের ৮ জন শিক্ষার্থী।

শুক্রবার সন্ধ্যায় সিলেটের বাঁধাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এদের মধ্যে ৫জন ছেলে ও ৩জন মেয়ে শিক্ষার্থী ছিল। ছেলে শিক্ষার্থীরা হলেন- জোসেফ, সাদ, অনিক, রাজীব ও খায়রুল। ডাকাত দলের সদস্যরা অনিক, খায়রুল ও সাদকে অপহরণ করে নিয়ে গেলেও সাদ তাদের কবল থেকে ছুটে আসতে সক্ষম হন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টরীয়াল বডির সদস্যরা, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদ, ৮নং নওগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন শওকত ঘটনাস্থল পরিদর্শনে যান।

অবশেষে আজ সকাল ৭টায় খায়রুলের লাশ, ১০টায় অনিকের লাশ নদীতে পাওয়া যায়। জানা গেছে, ওই বিভাগের শিক্ষার্থীরা শুক্রবার সন্ধ্যায় নৌকাভ্রমণ করতে বাঁধাঘাট এলাকায় যায়। সেখানে একটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে তারা ভ্রমণ করতে শুরু করেন। কিছুদূর যেতে না যেতেই নৌকার চালক শওকত ইঞ্জিনে সমস্যা আছে বলে ধীরে ধীরে নৌকা চালানো শুরু করেন। অপরদিক থেকে ৮ থেকে ১০ জন সদস্যের একটি ডাকাত দল অন্য একটি নৌকায় এসে তাদের গতিরোধ করে।

এ সময় ডাকাতরা শিক্ষার্থীদেরকে কাছ থেকে মূল্যবান জিনিস কেড়ে নেয় এবং ৩ জনকে অপহরণ করে। বিশ্ববিদ্যালয় প্রক্টর হিমাদ্রি শেখর রায় জানান, শিক্ষার্থী অপহরণের সাথে ওই নৌকার চালকও জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমাদের কি কিছুই করার নেই . আর কত মায়ের বুক এভাবে খালি হবে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.