আমাদের কথা খুঁজে নিন

   

শাহজালাল মাজার এর ওরস

কিছুটা পাগলামো ছাড়া বড় কোন প্রতিভাবানের দেখা মেলে না_ অ্যারিষ্টটল সিলেট এ আজ প্রায় চার বছর ধরে আছি। সব সময় দেখে আসছি খুব আয়োজন করে শাহজালাল এর মাজারে ওরস হয়। অনেকবার যাবো যাবো করে ও যাওয়া হয় নি। কাল রাতে ১২ টার পরে হুট করেই জানতে পারি আজ সকালে ওরস শেষ হয়ে যাবে। আমার রুমম্যাট কে বলতেই সে রাজি হয়ে যায়।

আরও কিছু ফ্রেন্ড কে বলি কিন্তু কেউ আর এত রাতে যেতে ইচ্ছা প্রকাশ করল না। কি আর করা আমি আর আমার রুমম্যাট রাত ৩ টায় বের হই। আগেই বলে রাখি আমি কিন্তু মাজারপন্থি নই। মানুষ মাজার এ গিয়ে পীরের কাছে মানত করে, পীরের কাছে চায় যা শিরক এর পর্যায়ে পড়ে( আল্লাহ এর সাথে অন্য কাউকে সমতুল্য মনে করাই শিরক) এই জন্য চার বছরে আমি মাত্র ২ থেকে ৩ বারের মতো মাজারে গেছি। যাই হোক, হল থেকে বিশ্ববিদ্যালয় গেট পর্যন্ত ২ কিলো রাস্তা হেঁটে গেলাম।

গেট থেকে লেগুনা তে করে আম্বরখানা পর্যন্ত আসলাম। মাজার এলাকা দেখে কেউ বুঝবে না যে সাড়ে ৩ টা বাজছে। অনেক কষ্টে মাজার এলাকায় গেলাম। এত ভিড় আর ধাক্কাধাক্কি দেখে মেজাজ টা খারাপ হয়ে গেলো। এত মানুষ!!!!! একটু অগ্রসর হলাম।

সামনে গিয়ে দেখি মাজার এর উত্তর আর পশ্চিম দিকে মেলার স্টল এর মতো করে অনেক ঘর তোলা। সব ঘরেই নাচ আর গান চলছে। বাতাসে ভেসে আসছে গাঁজার কটু গন্ধ। এই অবস্থা দেখে তো আমি পুরো অবাক। ওরস এর নামে এই সব কি চলছে ??????? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.