আমাদের কথা খুঁজে নিন

   

একদিন বিকেলে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে

দুটি পাতা একটি কুঁড়ির দেশে '৯০ সালে তিনটি মাত্র বিভাগ নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সিলেট শহরের আখালিয়া এলাকায় ৩২০ একর জায়গায় পাহাড়, খাল বিল, ধানের ক্ষেত আর অবারিত সবুজের মাঝে অনিন্দ্যসুন্দর শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। প্রধান প্রবেশদ্বার দিয়ে ঢুকেই মুগ্ধ হয়ে যেতে হয়, সার বেধে শত শত বৃক্ষ আপনাকে স্বাগতম জানাবে, এক কিলোমিটার লম্বা ছায়াঢাকা পথ, দুপাশে তার মেহগনী আর জারুল গাছ, রাস্তার মাঝে নাগেশ্বর। পাখির কিচির মিচির শুনে শুনে এগিয়ে যাবেন ভার্সিটির গোল চত্বরের দিকে, সেখানে শীতকালে ভারি সুন্দর বাগান করা হয়, সবুজ টিয়ে পাখি সেখানে নির্ভয়ে সূর্যমুখী ফুলের বীজ ঠুকরে খায়। লাইব্রেরী পেরিয়ে ডানে একাডেমিক বিল্ডিং সারি সারি, ঢুকে পড়ুন প্রথমটাতে, ভাগ্য ভাল থাকলে দেখা হয়ে যাবে জাফর ইকবাল স্যারের সাথে, ব্যস্ত হয়ে চশমা কপালে তুলে চলছেন ক্লাস নিতে কিংবা কোন ল্যাবে।

বের হয়ে চলুন বাকী বিল্ডিংগুলো দেখতে, ছায়াঢাকা রাস্তায় পেরিয়ে চলে যান আপনার যেখানে খুশি। প্রতিটি রাস্তার দুপাশে রয়েছে গাছ-গাছালি, সবুজ এই অরণ্যে এসে পথিকের মন ছুঁইয়ে যায়, গাছের নীচে মেধাবী শিক্ষার্থীদের আড্ডা দেখে আপনার ফিরে যেতে ইচ্ছে হবে সেই সোনালী ছাত্র জীবনে। চেতনা একাত্তর দেখতে পাবেন প্রথম একাডেমিক বিল্ডিং এর পেছনে। শিক্ষার্থীরা নিজেরা চাদা তুলে আর অনুদানে তৈরী করেছে মুক্তিযুদ্ধের এই স্মারক। দেখে আসুন কোন এক বিকেলে শাহজালাল বিশ্ববিদ্যালয়, আপনি মুগ্ধ হবে অনুপম এই ক্যাম্পাসের সৌন্দর্যে।

লেখাটা জলেডাঙ্গা ব্লগে প্রকাশিত হয়েছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.