আমাদের কথা খুঁজে নিন

   

স্বাধীনতার ৪০ বছরঃ প্রাপ্তি আর প্রত্যাশা।

একজন মানুষের জীবনে ৪০ বছর অনেকটা সময়। এই সময় থেকেই সে তার জীবনের প্রত্যাশা আর প্রাপ্তির হিসেব করা শুরু করে। একটা জাতির জন্য ৪০ বছর হয়তো কিছুই নয়। তবুও, বেহিসেবী না হয়ে আমরাও নিজেদের প্রাপ্তির হিসেবটা করতে পারি। পাঠ্য পুস্তক থেকে মুখস্ত করে, সম্প্রসারিত ভাবটা না বুঝেই, পরীক্ষার খাথায় ভাব সম্প্রসারণ করে এসেছি- স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।

সেই কঠিন কর্মে আমরা কি সফল! মনে হয় না। বাক্তিজীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় ভাবে আমরা পরমুখাপেক্ষী। এখনো স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা আমরা পাইনি। বাক্তির মতামত সরকারি পরজায়ে পছন্দ না হলে, মতামত প্রকাশকারীকে ভুগতে হয়। পার্শ্ববর্তী দেশ আমাদের স্বার্থের হানি ঘটিয়ে আরেকটি বাঁধ নির্মাণ করে।

প্রথম বাঁধের কল্যাণে আমাদের উত্তরবঙ্গ এখন মরুভুমি। হাইনের কবিতার মতো আমাদের জাতির মাঝে দুই শ্রেণীর বিড়াল বিদ্যমান। এক শ্রেণীর বিড়াল না খেয়ে আধ মড়া, আর শ্রেণী খায় ডুবিয়ে কনুই। রাষ্ট্র আজ বাবশায়ি দ্বারা নিয়ন্ত্রিত, নীতি আর লক্ষ্যহীন। সমাজের ভালো মানুষগুলো কোণঠাসা, অসৎ মানুষগুলো দলবদ্ধ হয়ে সমাজে আধিপত্য করে যাচ্ছে।

------এই হচ্ছে প্রাপ্তি। প্রত্যাশা তো অনেক! প্রত্যাশা: স্বাধীনদেশে, স্বাধীনভাব, সু-এর অধীনে মানুষের মতো বাচতে চাওয়া। কেননা, স্বাধীনতা শুধু স্ব- অধীনতা নয়, সু-অধীনতাও। সু-এর অধীনে না থাকলে স্বাধীনতার স্বাদ পাওয়া যায় না..... ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.