আমাদের কথা খুঁজে নিন

   

গণজাগরণ মঞ্চের আন্দোলন ও বাম বিলাসিতাঃ টেক এ লুক ব্যাক

যুদ্ধাপরাধীদের বিচার দাবী কোন নতুন ইস্যু নয়। মুক্তিযুদ্ধের পর থেকে গত বিয়াল্লিশ বছর ধরেই এই দাবীর পক্ষে উচ্চকিত ছিলো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশপ্রেমিক বাঙালী। কিন্তু পরিতাপের বিষয় ৭৫ পরবর্তী সময়ে এদেশের শাসনযন্ত্র সে দাবীর সাথে একাত্ব হয়নি বরং উচ্চকিত সেই কন্ঠকে রুদ্ধ করার চেষ্টা করা হয়েছে নির্লজ্জ ভাবে। এমনকি, বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিক্রিয়াশীল গোষ্ঠী সেই যুদ্ধাপরাধীদেরকেই এদেশে পুনর্বাসিত করেছে। তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছে। জনতার আদালতে শহীদ জননী জাহানারা ইমাম যখন যুদ্ধাপরাধীদের বিচারের সেই গণদাবীকে পুনর্জাগরিত করেছিলেন, গণ আদালতে তাদের ফাঁসীর রায় দিয়েছিলেন, তখন তাঁর বিরুদ্ধেও দেশদ্রোহীর মামলা হয়েছিলো। সেই মামলার অপবাদ নিয়েই তাঁকে মৃত্যু বরন করতে হয়েছে। সত্যিই সেলুকাস, কি বিচিত্র এই দেশ! বাকিটুকু লিংকে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.