আমাদের কথা খুঁজে নিন

   

গণজাগরণ মঞ্চ।

আজ তুমি অন্যের...........প্রীতি! শহীদ জননী জাহানারা ইমামের ১৯তম মৃত্যুবর্ষিকী উপলক্ষে ২৬ জুন/২০১৩ রোজঃ- বুধবার গণজাগরণ মঞ্চের আজকের কর্মসূচীঃ- ১৯তম মৃত্যুবাষির্কীতে শহীদ জননী জাহানারা ইমামের প্রতি শ্রদ্ধাঞ্জলী। এক নজরে শহীদ জননী জাহানারা ইমাম। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও গণআদালতের রায় প্রতিষ্ঠাকারী শহীদ জননী জাহারা ইমামঃ- যিনি ১৯৯২ সালে ২৬ মার্চ ’গণআদালত’ এর মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যানে একাত্তরের নরঘাতক গোলাম আযমের ঐতিহাসিক বিচার অনুষ্ঠান করে। গণআদালাতে গোলাম আযমের বিরুদ্ধে দশটি সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপিত হয়। ১২ জন বিচারক সমন্বয়ে গঠিত গণআদালতের চেয়ারম্যান জাহানারা ইমাম গোলাম আযমের ১০টি অপরাধ মৃত্যুদন্ডযোগ্য বলে ঘোষণা করেন।

মানবতাবিরোধী যুদ্ধাপরাধী ও জামায়াত-শিবিরমুক্ত মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গঠনে নব্বই দশকের প্রথমার্ধে যে অপ্রতিম গণ-আন্দোলনের সূচনা করেছিলেন শহীদ জননী জাহানারা ইমাম, তারই মশাল বহন করে চলেছে প্রজন্মের সূর্যমুখী তীব্র আন্দোলন- গণজাগরণ মঞ্চ। গণজাগরণ মঞ্চের আন্দোলনের মূল প্রেরণা একাত্তরের মহাকাব্যিক মুক্তিযুদ্ধ। যে সুনির্দিষ্ট ছয়দফা দাবীকে সামনে রেখে গণজাগরণ মঞ্চ তার আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তার অন্যতম দিক নির্দেশনা শহীদ জননী জাহানারা ইমামের ত্যাগ ও তিতিক্ষামণ্ডিত জীবন। শহীদ জননীর স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদনের জন্য গণজাগরণ মঞ্চের উদ্যোগে শাহবাগ প্রজন্ম চত্বর গণজাগরণ মঞ্চে শহীদ জননীর ছবি সম্বলিত বেদী স্থাপন করা হবে। সকাল আটটায় গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ নিবেদন শেষে সকলের শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

সর্বস্তরের জনসাধারণ যেনো শ্রদ্ধা নিবেদন করতে পারেন, তার জন্য সারাদিন উন্মুক্ত থাকবে শহীদ জননীর ছবি সম্বলিত বেদী। স্কুল-কলেজসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রজন্ম চত্বরে এসে শহীদ জননীর পবিত্র স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদনের জন্য উদাত্ত আহবান রইলো। মায়েদের প্রতি বিনীত অনুরোধ, আপনার সন্তানকে নিয়ে বীরপ্রসূ শহীদ জননীর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আসুন। সন্ধ্যায় শহিদ জননীর ছবিতে আলোক প্রজ্জ্বলন করা হবে। সেই সঙ্গে থাকবে শহীদ জননীকে নিবেদিত গান ও কবিতা।

জন্ম থেকে জন্মান্তরে শাহবাগ প্রজন্ম চত্বর অন্তরে। জয়বাংলা। বিস্তারিত- ২৬ জুন শহীদ জননীর উনিশতম প্রয়াণ দিবসে গণজাগরণ মঞ্চের কর্মসূচী  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.