আমাদের কথা খুঁজে নিন

   

গণজাগরণ মঞ্চ।

আজ তুমি অন্যের...........প্রীতি!

গণজাগরণ মঞ্চের কর্মী আরিফ নূরকে সন্ত্রাসী হামলার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের কর্মসূচী। আজকের কর্মসূচীঃ- * বিক্ষোভ সমাবেশ বিকাল-৫ টায় (প্রজন্ম চত্বর) * মশাল মিছিল- সন্ধ্যায়। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পরীবাগ ওভার ব্রিজের নিচে আরিফ নূরের উপর সন্ত্রাসীরা হামলা চালায়। আরিফ নূর উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে আন্দোলনে সক্রিয় ছিলেন।

* তাঁকে হত্যার উদ্দেশ্যে এ হামলা করা হয়- সাংবাদিকদের বলেন, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। যারা বার বার গণজাগরণ মঞ্চের কর্মীদেরকে সারাদেশ ব্যাপী পরিকল্পিতভাবে রক্তাক্ত করে আসছে তাদের আসু আইনানুগ ব্যবস্থার দাবিতে বিকাল ৫টায় প্রজন্ম চত্বরে বিক্ষোভ সমাবেশ এবং সন্ধ্যায় মশাল মিছিলের ঘোষণা দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। * মঞ্চের অন্যতম সংগঠক মারুফ রসুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হামলাকারীরা প্রথমে শাহবাগের আন্দোলনের বিভিন্ন স্লোগান নিয়ে আরিফকে ব্যঙ্গ করে। আরিফ তখন দৌড় দিলে পেছন থেকে তাকে আঘাত করা হয়। ” * হামলার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করে মারুফ বলেন, “যেহেতু হামলার সময়ে গণজাগরণ মঞ্চের স্লোগান নিয়ে ব্যাঙ্গ করা হয়েছিল, সুতরাং আমরা নিশ্চিত যে এটি জামায়াত-শিবিরের কাজ।

” * তাকে টার্গেট করে এ হামলা করা হয়েছে- সঙ্গীতা ইমাম, সাংগঠনিক সম্পাদক, উদীচী শিল্পী গোষ্ঠী। ঢামেক ফাঁড়ির পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক বন্ধুর বাসা থেকে বের হয়ে ওভার ব্রিজের নিচে যাওয়া মাত্র আরিফের সামনে একটি মাইক্রোবাস থামে। মাইক্রোবাস থেকে চার-পাঁচজন বেরিয়ে এসে সামনে এবং পিছন থেকে হামলা করে এবং পরে ধারালো অস্ত্র নিয়ে মাথায় ও শরীরে আঘাত করে। পাশের সিএনজি স্টেশনের লোকজন তা দেখে এগিয়ে এলে হামলাকারীরা সটকে পড়ে বলে জানান পুলিশ কর্মকর্তা। প্রথমে রক্তাক্ত অবস্থায় আরিফ নূরকে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে নেয়া হয়।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে জখম করা হয়। তিনি এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ হামলার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করেছে মঞ্চের সংগঠকরা। তথ্য সূত্রঃ- * গণজাগরণমঞ্চ।

* গণজাগরণ মঞ্চের কর্মীকে কুপিয়ে জখম- বিডি নিউজ২৪

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.