আমাদের কথা খুঁজে নিন

   

কুমিল্লা সিাট নির্বাচন # আফজাল পেলেন আনারস, সাক্কু হাঁস

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নয় প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে কুমিল্লা টাউন হলে স্থাপিত রির্টানিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে মেয়র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন। মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত আফজল খান লড়বেন আনারস প্রতীক নিয়ে, নাগরিক কমিটির ব্যানারে বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু পেয়েছেন হাঁস প্রতীক, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এয়ার আহমেদ সেলিম পেয়েছেন টেলিভিশন, আওয়ামী লীগ নেতা নূর উর রহমান তানিম লড়বেন চশমা প্রতীক নিয়ে, সাবেক জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিঠু পেয়েছেন জাহাজ, জাসদের শিরিন আক্তার পেয়েছেন তালা প্রতীক, চঞ্চল কুমার ঘোষ পেয়েছেন ঘোড়া, মো. সালমান সাঈদ পেয়েছেন দোয়াত-কলম, মামুনুর রশিদ পেয়েছেন কাপ-পিরিচ প্রতীক। সাধারণ কাউন্সিলর পদে এবং সংরক্ষিত মহিলা আসনে ৩০৫ জন প্রতিদ্বন্দ্বিতাকারীদেরও প্রতিক বরাদ্দ দেওয়া হয় এদিন। প্রতীক পাওয়ার পরপরই প্রচারনায় নেমে পড়েন প্রার্থীরা। আগামী ৫ জানুয়ারি কুমিল্ল¬া সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের বিরোধিতা করে প্রধান বিরোধী দল বিএনপি এ নির্বাচনে অংশ নিচ্ছে না। তবে দলটির নেতা কুমিল্ল¬া পৌরসভার সাবেক মেয়র সাক্কু নাগরিক কমিটির ব্যানারে নির্বাচনে মেয়র পদে লড়ছেন। বিডিনিউজ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.