আমাদের কথা খুঁজে নিন

   

= লাল সবুজের শির =

বাংলাদেশ,বিশ্ব মাঝে লাল সবুজের শির হেসে হেসে দিল জীবন লাখ শহীদ বীর ক্ষত-বিক্ষত হল কত প্রাণ- বজ্র গুলিতে সবুজের মাঝে এঁকেছে তবু রাঙা তুলিতে । তুমি লাখ যোদ্ধার ছিনিয়ে আনা অধিকার তুমি তৃঞ্চা মেটানো জল- উঞ্চ মরু তৃঞ্চার তুমি ছেলে হারানো মায়ের অমূল্য রতন তুমি অগণিত শহীদের অঙ্কিত স্বপন । কত দুষ্কর দুর্গম পথ- তুমি দিলে পাড়ি রক্তে ভেজা আঁচল আজো জল-নয়নে হেরি তোমার পুষ্পরাজি মাটিতে হয়েছে বিলিন এখনো কাটেনি শোক এখনো মুখ মলিন । শান্ত আকাশে এখনো- রবি কালো করে ওঠে তোমারি শাখে দেখি নানা রঙের ফুল ফোটে আমি তোমার মাঝে দেখি- বিশ্ব ভরা স্বপন তোমারি ধূলি গায়ে জড়ায়ে বরিব মরণ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।