আমাদের কথা খুঁজে নিন

   

বেঁচে গেলাম !!??

আজকে প্রোবাবিলিটি টেষ্ট এ ম্যাম প্রথম বার চেক (আমার পাশের সাইফ (১)এর সাথে আমার সেট (২) মিলে নাই) করার পর... আমি রিজওয়ান( আমার পিছনের সিট এ ছিল) কে বললাম... :"ম্যাম সেকেনড বার আর চেক করবে না,তোর Q(১).টা দে".. এরপর সাইফ থেকে কপি পেষ্ট.. সাইফ : "তুই আগে খাতা জমা দিয়ে ফেল..একসাথে দিলে প্রবলেম হবে.." ম্যমকে খাতা জমা দিলাম... কিন্ত মনে পরল রোল লিথি নাই...বললাম :"ম্যাম রোল লিথি নাই..." ম্যাম:"লিখছ তো... 69" (আমি রোল লিখলাম কখন.. আর ভুল রোল কেন?) (ম্যাম এর কাছে আমারটা সহ দুটা খাতা ছিল)....বললাম :"না ম্যাম লিখি নাই,ওইটা মনে হয় আমার " (ম্যাম সেকেনড খাতাটা বের করে..) :"54 রোল??লিখছ তো.. .(সবাই হেসে উঠল কারন আমার রোল 111) মাথায় বাজ পড়ল যেন.. বুঝলাম রিজওয়ান আমাকে তার Q দেওয়ার আগে নিজের রোল লিখে ফেলেছে... কি আর করা ধরা পড়ার ভয়ে যা থাকে কপালে ভেবে চুপচাপ বের হয়ে গেলাম... পরে জানলাম কয়েকজন ম্যামকে বলেছে "ম্যাম ওর রোল তো 111 " ম্যাম বলল তাহলে 54 কার? বেচারা রিজওয়ান কে দাঁড়াতে হল.. কিন্ত ম্যাম নাকি আমার রোল কেটে ঠিক করে দিয়েছে.. বুঝলাম না ম্যাম দয়ালু / আমি লাকি (ম্যাম কিছু বুঝে নাই)/নাকি.. স্টোরি আভি বাকি হ্যায় ....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.