আমাদের কথা খুঁজে নিন

   

জাহাজ নির্মান শিল্প,বাংলাদেশের অবস্থান ও বুয়েট!

"আমার রঙ্গীন পাল নীল সাগরে, ভেসে যায় তরী আমার ঢেউ এর তরে, চলো স্বপ্ন বুনি নীল দরিয়ায়, অসীম নীলে তরী আমার যায় উড়ে যায়!" প্রাচীন কাল থেকে মানুষ নিজেদের প্রোয়োজনে জাহাজ ব্যবাহার করছে! কলম্বাস,ভাস্কো-ডা-গামা,যারা জাহাজের মাধ্যমে পৃথিবীতে নতুন এক অধ্যায় সৃস্টি করেছে,সৃস্টি করেছে নতুন বিশ্বব্যাপী সম্পর্ক,শুরু করেছে বিশ্বের এপাশ থেকে ওপাশে ব্যবসা-বাণিজ্যের লেন-দেন! এখন জাহাজ নির্মান শিল্পুকে আরো গুরুত্বের সাথে সারা বিশ্বে দেখা হচ্ছে কেননাঃ ১-বিশ্বের ব্যবসা-বাণিজ্যের ৯৭% পন্য পরিবাহিত হয় জাহাজের মাধ্যমে! ২-বাকি মাত্র ৩% পরিবাহিত হয় স্থলজ যানবাহনের মাধ্যমে! আশার কথা হচ্ছে এই যে,জাহাজ নির্মান শিল্পে বাংলাদেশের কদর আজ বিশ্বব্যাপী! বাংলাদেশে এখন রয়েছে বিশ্বমানের শীপইয়ার্ড !ইতিমধ্যে তারা জার্মান,ডেনমার্ক,পোল্যান্ড সহ বিভিন্ন দেশে জাহাজ রপ্তানী করেছে! এখনো তাদের হাতে অনেক দেশের জাহাজের assignment রয়েছে! ফলে কয়েক বছরের মধ্যে এসব শীপইয়ার্ড আরো জাহাজ রপ্তানীর মাধ্যমে বাংলাদেশের অর্থনিতীতে ব্যপক ভূমিকা রাখবে! আনন্দ শীপইয়ার্ড থেকে রপ্তানী করা জাহাজ! western marine শীপইয়ার্ড,বাংলাদেশ থেকে রপ্তানী করা জাহাজ! আর এই শিল্পে সবচেয়ে যে শিক্ষা প্রথিষ্ঠানের অবদান বেশি তা হল-BUET! কেনোনা জাহাজ নির্মান শিল্পে যেসব প্রধান প্রকৌশলী তার হলো-NAVAL ARCHITECT! আর শধুমাত্র BUET এ ই এই engineering subject টা আছে!কিন্ত প্রতিবছর মাত্র ৩০ জন engineer বুয়েট থেকে বের হয়-বিকাশমান জাহাজ নির্মান শিল্পের জন্য যা অতি নগন্য! যদিও এই বছর আসন সঙ্খ্যা ৫৫ টি করেছে কিন্ত তা ও পর্যাপ্ত নয়-তাই ব্যক্তিগত ভাবে আমি বলতে পারি,দেশের অন্যন্য বিশ্ববিদ্যালয়ে ও এই ডিপার্টমেন্ট টা খোলা উচিত কেননা,যদি এই শিল্প দেশের GDP তে ১% অবদান রাখতে পারে তবে আমাদের দেশে টাকা রাখার জায়গা পাওয়া যাবেনা!  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.