আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ কে হুমকি প্রদান। হুমকি দিয়েছে বাংলাদেশকে।

অবুঝ ম্যান। কিচ্চু বুঝি নাই। সৌর্য কোন দিক দিয়া উত্থান হয় । হি হি । এক ভারতীয় অধ্যাপক এবং ভারতের সাবেক মন্ত্রী ।

তিনি জনতা পাটি করতেন। লেখাটি একটি নিউজ লিংকে দেখলাম । আর আপনাদের মতামত জানার জন্য দিলাম। বাংলাদেশে আগ্রাসন চালাতে এবং মুসলমানদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেয়ায় ভারতের সাবেক মন্ত্রী ও জনতা পার্টির সভাপতি অধ্যাপক সুব্রামনিয়ান স্বামীকে মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে সংখ্যালঘু-বিরোধী উস্কানি দেয়ার অভিযোগ আনা হয়েছে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের 'কম্পারেটিভ রিলিজন'বা 'তুলনামূলক ধর্মতত্ত্ব' এর শিক্ষক অধ্যাপক ডায়ানা এল ইক এ অভিযোগ আনেন। সুব্রামনিয়ানের নিবন্ধের সমালোচনা করে অধ্যাপক ডায়না বলেন, "একটি পুরো ধর্মীয় গোষ্ঠীকে সন্ত্রাসী আখ্যায়িত করে এবং তাদের পবিত্র স্থানে সহিংসতার ডাক দিয়ে সুব্রামনিয়ান স্পষ্টতই সীমা লঙ্ঘন করেছেন। " এ ছাড়া, প্রায় সাড়ে চারশ' ছাত্র-ছাত্রীও বিশ্ব্যাবদ্যালয় থেকে সুব্রামনিয়ানকে অপসারণের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছিল। এ স্মারকলিপিতে বলা হয়, সুব্রামনিয়ান সাম্প্রদায়িকতা ছড়াচ্ছেন। এ ছাড়া, এ ধরনের দৃষ্টিভঙ্গিকে বিপজ্জনক বলে উল্লেখ করে ছাত্র-ছাত্রীরা বলেছে, হার্ভার্ডে সুব্রামনিয়ানের মতো উগ্র সাম্প্রদায়িক শিক্ষকের ঠাঁই হতে পারে না।

এ পরিপ্রেক্ষিতে গত ৬ ডিসেম্বর হার্ভার্ড সামার স্কুলের কর্মকর্তারা বৈঠক করেন এবং তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন। ভারতীয় দৈনিক ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালাইসিস পত্রিকায় গত জুলাই মাসে সুব্রামনিয়ান স্বামীর একটি নিবন্ধ প্রকাশিত হয়। এতে তিনি লিখেছেন, "ভারতের মুসলমানরা যদি গর্বের সঙ্গে হিন্দুদেরকে পূর্বপুরুষ বলে স্বীকার না করে তাহলে তাদের ভোটাধিকার কেড়ে নেয়া উচিত। " এ ছাড়া, ভারতের কাশির বিশ্বনাথ মন্দিরের পাশের জ্ঞানপায়স মসজিদসহ তিনশ' মসজিদ গুঁড়িয়ে দেয়ার দাবি জানিয়েছেন সুব্রামনিয়ান। বাংলাদেশ থেকে সম্পত্তি বিক্রি করে ভারতে পাড়ি দেয়া হিন্দুদের আবার বাংলাদেশে পুনর্বাসনের জন্য তিনি সিলেট থেকে খুলনা অঞ্চল পর্যন্ত দখল করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

পাকিস্তানের অধীনে থাকা কাশ্মিরকেও দখলের কথা বলেছেন তিনি। ভারতের শাসন ক্ষমতা দখলের জন্য সে দেশে একটি খাঁটি হিন্দুত্ববাদী দল গঠনেরও আহ্বান জানিয়েছেন ১৯৯০-৯১ সালে ভারতের বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালনকারী সুব্রামনিয়ান। 'হাউ টু ওয়াইপআউট ইসলামিক টেরর' নামের ওই বিতর্কিত নিবন্ধে সুব্রামনিয়ান কথিত 'ইসলামী সন্ত্রাসবাদ'কে ভারতের জন্য এক নম্বর সংকট হিসেবে চিহ্নিত করেছেন। তিনি আরো বলেছেন,ভারতে হিন্দু ধর্ম থেকে কেউ অন্য ধর্ম গ্রহণ করতে পারবে না -এমন একটা আইনও পাস করতে হবে। ভারতের মাওবাদ সম্পর্কে সুব্রামনিয়ান বলেছেন, "প্রধানমন্ত্রী এ মুহূর্তে মাওবাদীদের সবচেয়ে বড় হুমকি বলে মনে করলেও আমি মনে করি, মুসলমানরা ভারতের অস্তিত্বের জন্য আরো বড় হুমকি।

এখন যারা স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং ইউপিএ চেয়ারম্যান আছেন- তারা না থাকলে মাওবাদীদের এক মাসের মধ্যে নির্মূল করা সম্ভব"। # শালা হারামীর বাচ্চা সুব্রামনিয়ান তোর গুষ্টু মারুম । আমাদের দেশে আসিস। তোর দেশে তো শত রকম সমস্যা। শুধু কি মাওবাদী হালারপুত।

বিস্তারিত - -Details- View this link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.