আমাদের কথা খুঁজে নিন

   

প্রাণ গোপাল দত্ত: একজন অদ্ভুত ভালো মানুষ।

সব কথা বলা যাবে, সত্যটা বলা যাবে না। আজ মাকে নিয়ে গেলাম পিজি(বর্তমান নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) হসপিটালে। গিয়ে অবাক হয়ে গেলাম, এই আমার আগামীর বাংলাদেশ। পরিস্কার পরিচ্ছন্ন মেঝে। কর্মচাঞ্চল্য ভরা স্টাফ।

আর আন্তরিক ডাক্তারদের সেবা পেয়ে। আমার মনে হল কোন প্রাইভেট মেডিকেলের বাড়ান্দায় বসে আছি। তিনি দেখালেন সরকারি টাকায় মানসম্মত এবং পরিচ্ছন্ন সেবা দেওয়া যায়। এক বন্ধুর কাছে শুনলাম, অবৈধ ভাবে দখল করা অনেক স্থাপনা। যার থেকে বখরা নিত সরকার দলিয় লোকেরা।

এইসব মার্কেট তিনি একক প্রচেষ্টায় তুলে দিয়েছেন। সরকারের অনেক লোক প্রধান মন্ত্রীর কাছে পর্যন্ত গিয়েছেন তাকে উপাচার্যের পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য। তিনি অনড়। যতদিন থাকবেন শুধু দেশের মানুষের জন্য করে যাবেন। স্যালুট প্রাণ গোপাল স্যার।

আপনারা না থাকলে যে আমাদের স্বাধীনতা অর্থহীন হয়ে যাবে। মুক্তিযোদ্ধাদের স্বপ্ন, স্বপ্নই থেকে যাবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.