আমাদের কথা খুঁজে নিন

   

বিদ্রোহ হিসাবে দিতে হলো হাজার হাজার প্রাণ যে প্রাণ গছ্চ্ছিত রাখাছিল দেশের জন্য আজ সেই প্রাণ বিদায় নিল স্বার্থের জন্য



শুনেছি স্বার্থ কাল হয়ে দাড়ায় কিন্তু এতটা কাল হয়ে দাড়াবে তা কখনও ভাবতে পারিনি বাহিনীর দল। স্বার্থ তাদের দিল ম্যানহলের ঢাকনার নিচে থাকার স্বল্প জায়গা এবং নদীর জলে ঠান্ডা হওয়ার কিঞ্চিত স্রোত। এ ঘটনায় এমন ও কান্ড ঘটেছে যে, স্ব-পরিবারে হারাতে হয়েছে। সরকার সকল মৃত সেনাদের ৫ লাখ টাকা দিতে চেয়েছে তার স্বজনদের কাছে। কিন্তু যারা সর্বহারা তাদের জন্য কি কিছু আছে। বীর সেনাদের রাখা হয়েছিল সীমান্ত রক্ষার জন্য দেশের জন্য জীবন দেবে বলে কিন্তু হলো তার উল্টোটা তারা স্বার্থের জন্য জীবন দিল। কিন্তু তারা শপথ নেওয়ার সময় বলে দেশের জন্য জীবন দেব। কি হবে যারা আটক রয়েছে যারা নিখোঁজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।