আমাদের কথা খুঁজে নিন

   

আমার প্রাণ আল্লাহরই প্রাণ

যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। আমার প্রাণ আল্লাহরই প্রাণ।

আমার কথা আল্লাহরই কথা। আমাকে সম্মান করা মানে আল্লাহকেই সম্মান করা। আমাকে দুঃখ দেওয়া মানে আল্লাহকেই দুঃখ দেওয়া। আর আমাকে কতল করা মানে আল্লাহকেই কতল করা। আর আমি প্রাণ আল্লাহর সর্বত্র বিরাজ করছি।

আমি বিরাজ করছি আলো,বাতাস,অন্ধকারে, জলে,স্হলে,পাহাড়ে,জঙ্গলে,মাটির অন্তরে, জমিন ও আসমানের মধ্যবর্তি স্হানে, আসমানে,আরসে। আমি মৃত্যুহীন প্রাণ। আমি অনন্তকালের প্রাণ। আমি অন্তহীন প্রাণ। আমি বিশ্ব প্রেমিকও,আমার প্রেম, ভালবাসা সকল প্রাণে সমান।

আমি ক্রোদহীন,দয়ালু,মহান,ক্ষমাশীল আমার নাই কোন ভেদ,বেদান্তর,সকলই আমার সমান। আমি নই নিরাকার,আমি আকার ধারন করি সর্বজীবে। আর প্রকাশ হই বিবেকের প্রাণে। আমি বিবেকের কন্ঠ,সুর,দয়া,মায়া,প্রেম,ভালবাসা। আমার প্রাণ,অন্তর কুমল,শ্বান্ত।

আমি কখনোই কঠিন নির্দয়া,লুপাষন্য নই। আমি সর্বাস্হায় প্রেমীক,দয়ালু,ক্ষমাশীল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.