আমাদের কথা খুঁজে নিন

   

বার্ধক্যের অন্ধত্ব দূর করবে গাঁদা ফুল....

গাঁদা ফুলের নির্যাসে আছে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা বয়সের সঙ্গে সংশ্লিষ্ট ম্যাকুলার ডিজেনারেশনের (এএমডি) বিরুদ্ধে লড়াই করে। এ কারণে গাঁদা ফুলের নির্যাস থেকে তৈরি বিশেষ ওষুধ বার্ধক্যের অন্ধত্ব দূর করতে সাহায্য করবে। এজ-রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন হল বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যাওয়া, চোখে ঝাপসা দেখা, মানুষ চিনতে ভুল করা, রংয়ের পরিচিতি ভুলে যাওয়া। ব্রিটেনের কোভেন্ট্রির চক্ষু বিশেষজ্ঞ সুসান বোয়ারস ডেইলি এক্সপ্রেসকে বলেন, গাঁদা ফুলের নির্যাস থেকে তৈরি ওষুধ খেয়ে এ পর্যন্ত শতাধিক পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির ম্যাকুলার শেড এবং দৃষ্টিশক্তি তীক্ষ হয়েছে। অনেকেই দুর্বল ম্যাকুলার শেডের কারণে এ বয়সেই অন্ধত্বের শিকার হন। এই ওষুধ বয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন (এএমডি) প্রতিরোধ করে। এদিকে দুই বছর ধরে এ ওষুধ সেবনকারী জ্যানেট টেরন বলেন, ওষুধ খাওয়ার আগের ও পরের পার্থক্যটা বিস্ময়কর।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।