আমাদের কথা খুঁজে নিন

   

দুইটি আবুইল্লা জোক্সস।

১। আবুল, দরবেশ আর লোটা কামাল মদ্যপান করা অবস্থায় সৌদী আরবে ধরা পড়। সৌদী আরবে যেহেতু প্রকাশ্যে মদ্যপানের অপরাধ অত্যন্ত গুরুতর, তাই সেখানে এর শাস্তি হচ্ছে চাবুকের বিশ দোররা বাড়ি। আরবের শেখ যখন এই তিন জনকে শাস্তির জন্য ব্যবস্থা নিচ্ছিলেন, তখন শেখ বললেন, "আজ আমার প্রথম বউয়ের জন্মদিন, তাই আমি তোমাদের প্রত্যকেকে চাবুক মারার আগে একটা করে আর্জি জানাবার অনুমতি দিলাম এবং তোমাদরে আর্জি মঞ্জুর করা হবে। লাইনের প্রথমে দাঁড়ানো আবুল বলল, "শেখ দেখ, আমি ছিলাম যোগাযোগ মন্ত্রী, রাস্তাঘাট বানাইয়্যা কতো লোকের উপকার করলাম, কিন্তু প্রতিদান পেলাম না, তোমার কাছে অনুরোধ, চাবুক মারার আগে আমার পিঠের সাথে একটা বালিশ বেঁধে দাও।

তার আর্জি মোতাবকে বালিশ বেঁধে চাবুক মারা শুরু হলো। বালিশ চাবুকের বাড়ি ১০ টা র্পযন্ত নিল, তারপর বালিশ গেল ফেটে। ব্যথায় কুঁচকে রক্তাত্ব অবস্থায় আবুলকে সরানো হলো বিশ দোররার পর। এর পরে লাইনে ছিল লোটা কামাল । সে আবুলের বেহাল অবস্থা দেখে আর্জি জানাল দু'টো বালিশ বাঁধার।

তার আর্জি মোতাবকে ২টা বালিশ বেঁধে চাবুক মারা শুরু হলো। বালিশ চাবুকের বাড়ি ১৫ টা র্পযন্ত নিতে পারল, তার পর বালিশ গেল ফেটে। ব্যথায় কুঁচকে গোঙ্গানো অবস্থায় লোটাকে সরানো হলো বিশ দোররার পর। সবার শেষে লাইনে ছিল দরবেশ বাবা । শেখ দরবেশ বাবাকে বলল, "তুমি হচ্ছো নেক বান্ধা, হাজারো মুরিদান তোমার ।

তাই তুমি ২টা আর্জি রাখতে পার", দরবেশ খুশীতে গদগদ হয়ে বলল, "হুযুর, আমি নাদানের মতো কাজ করেছি, শেয়ার মার্কেট থেকে টাকা উথাইয়্যা অনেককে ফকির করেছি, তাই তুমি আমাকে চাবুকের ২০ দোররা না, ১০০ দোররা মার। শেখের চোখ আনন্দে জ্বলজল করে উঠল। বলল, "তার পরের আর্জি"? দরবেশ বাবা দাড়িতে তা বুলিয়ে ব্যথায় কুঁকড়ানো আবুল কে আঙ্গুলের ইশারায় দেখিয়ে বলল, "বালিশ টালিশ না, তুমি ঐ আবুইল্লারে আমার পিঠের পেছনে বাইন্ধা দাও, শালার রাস্তার লাইগা মাঝে মাঝে ঠিকমতো হাউজে যাইতে পারিনি, নাহলে অই পদ্মা সেতু আমি একাই করতাম " ২। চিকিৎসা বিজ্ঞানের উন্নতি বিষয়ক আন্তর্জাতিক সেমিনার হচ্ছিলো। ইংল্যাণ্ডের ডাক্তার বললেন, আমাদের দেশে একটা শিশু জন্ম নিলো যার একটা পা ছিল না।

আমরা নকল পা লাগিয়ে দিলাম। বড় হয়ে সে অলিম্পিকে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হলো! জার্মানির ডাক্তার বললেন, আমাদের দেশে এক শিশু জন্ম নিলো যার দুটি হাত ছিল না। আমরা নকল হাত লাগিয়ে দিলাম। বড় হয়ে সে মুষ্টিযুদ্ধে স্বর্ণপদক পেলো!! সবশেষে বাংলাদেশের ডাক্তার বললেন, ... আমাদের দেশে একদা দুটি মেয়ে শিশু জন্ম নিলো- যাদের হাত-পা সবই ঠিক ছিল, শুধু মাথায় মগজ ছিল না। আমরা সেখানে গোবর ঢুকিয়ে দিলাম।

বললে বিশ্বাস করবেন কিনা জানি না, দু জনেই দেশের শীর্ষপদে বসেছিলেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।