আমাদের কথা খুঁজে নিন

   

নিজের চেষ্টায় ভাল থাকা

সাদা-সিধে একজন মানুষ কিছু মানুষ আছে তারা কোনদিন কোনকিছুতেই সন্তুষ্ট হয় না। সারাক্ষণ সবকিছু নিয়ে অভিযোগ করতেই থাকে। তাদের পাশে ঘ্যান ঘ্যান প্যানের প্যানের যন্ত্রণায় টিকাটা খুব কঠিন। যত ভালটাই তাদের থাকুক তারা আফসোস করতেই থাকবে আরো আরো ভালটার জন্য। ভার্সিটিতে আমার এক ফ্রেন্ড ছিল পরীক্ষায় যেমন করেই হোক তার এ+ পাইতে হবে।

ভাল কথা এরজন্য সে পড়ালেখাও করতো। কিন্তু পরীক্ষার হল থেকে বের হইতো নিমপাতা খাওয়া চেহারা নিয়ে। পরীক্ষা নাকি ভাল হয় নাই। রেজাল্ট দিলে নোটিশ বোর্ডে দেখতো এ+ আসছে নাকি। সেটা অতি অবশ্যই আসতো।

কিন্তু তার চেহারায় আনন্দটা থাকতো কয়েক সেকেন্ড, যদি সে দেখতো যে এ+ পাইলেও হায়েস্ট মার্কটা পায় নাই। শুরু হয়ে যাইতো তার ঘ্যান ঘ্যান। ওর এই ঘ্যান ঘ্যান থেকে বাঁচার জন্যই আমরা দোয়া করতাম যেন সে হায়েস্ট মার্কটাই পায়। পাস করার পরে সবার আগে চাকরিতে ঢুকল। এখন খুবই ভাল পজিশনে আছে, তিরিশের ওপরে ইনকাম।

সবার মধ্যে সবচেয়ে ভাল। তারপরেও তার সন্তুষ্টি হয় না। আফসোস আর আফসোস। কিছু মানুষ আছে যারা চায় তারা অনেক ভাল থাকবে। কিন্তু সেজন্য যে নিজেকে একটু চেষ্টা করতে হবে সেটাই আর করতে চায় না।

শুধু একঘেয়ে সুরে বলেই যায় আমার এটা করা দরকার, ওটা করা দরকার, আমি কিছুই করি না, আমার ভালই লাগে না, কবে যে আমি একটু শুধরাবো। কিন্তু একটুখানি সদিচ্ছা থাকলেই সেটা করা যায়। এই ইচ্ছাটা তারা করবে না, আশা করে থাকবে যা যা চাই সব নিজে নিজেই তাদের হাতে চলে আসবে, আহ্লাদ করে তাদের হাতে তুলে দেয়া হবে। আর সেটা নিয়ে সারাক্ষণ হা-পিত্যেশ করে মানুষকে বিরক্ত করে মারবে। অসহ্য।

মানুষ খুবই আনন্দ নিয়ে অন্যদের নিন্দা করে। পরচর্চা যাকে বলে। একসাথে বসে খুব গল্প করতেসে, কত ভালবাসা, গলায় গলায় প্রেম। কিন্তু যেই না একজন উঠে গেল, অন্যদের সাথে শুরু হয়ে যাবে তাকে নিয়ে নিন্দার ঝড়। যেন এতক্ষণ ধরে বহুকষ্টে বাথরুম চেপে বসে ছিল, এখন ত্যাগ করে শান্তি হল।

আমি হাঁ করে তাকিয়ে থেকে চিন্তা করি আমার সামনে আরেকজনের সম্পর্কে এমন বলছে, না জানি আমার সম্পর্কে কি বলবে এখন যদি আমি উঠে যাই এখান থেকে। বলতে লজ্জা নাই এইরকম চারিত্রিক বৈশিষ্ট্য আমার মধ্যেও ছিল। আরেকজনের নামে এইরকম গুণ-গান গেয়ে পিঠের দুর্গম জায়গায় চুলকানির আরাম পাইতাম। কিন্তু এই কোরবানীর ঈদে প্রতিজ্ঞা করলাম নিজের এই সু-গুণটারে কোরবানী দিবো। এখন পর্যন্ত আমি আমার এই প্রতিজ্ঞাটা ধরে রাখসি।

যদিও মাঝে মাঝে মানুষের প্রশংসা না করলে পেটের মধ্যে চরম ভুট ভাট করে। ভাবতেসি নাম না নিয়া ইন জেনারেল এই গুণগুলা এইখানে আলোচনা করবো। আরো যে জিনিসটা আমি সবসময়েই করে থাকি সেটা হল খুব অল্পেই সন্তুষ্ট হওয়া। সবচেয়ে ভালটা, সবচেয়ে বেশিটা নিয়ে আমি ভাবি না। একটুখানিকেই অনেক বড় করে ভেবে নিতেই আমার ভাল লাগে।

আরো যে জিনিসটা আমি করেই থাকি সেটা হল যা চাই তা পাওয়ার জন্য নিজের সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা। আমি কষ্ট না করলে কেউ হাতে তুলে দিবে না। আর সেটা না পেলে আমি আফসোস, ঘ্যান ঘ্যান, প্যান প্যান করে মানুষের বিরক্তি তৈরি করি না। আরে বাহ, আমার মধ্যে দেখি ব্যাপক ভাল ভাল গুণ আছে। আমি মহান হয়ে গেলাম নাকি? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.