আমাদের কথা খুঁজে নিন

   

কেপলার 22b পৃথিবীর যমজ গ্রহ।

5th ডিসম্বর 2011 মানব ইতিহাসে একটি গুরুত্ব পূর্ন দিন,নাসা 5th এইদিন ঘোষনা দেয় কেপলার মিশনের সাহয্যে,নতুন একটি গ্রহ আবিস্কার করা হয়েছে এর নাম দেয়া হয়েছে কেপলার ২২বি (Kepler-22b)। এর আগে ও সৌরজগতের বাইরে অনেক গুলো গ্রহ আবিস্কার করা হয়েছে। কিন্ত কেপলারের গ্রহে এমন কি আছে যাতে বিন্জানীদের এত আগ্রহ? কারন এই গ্রহটির সাথে পৃথিবীর অনেক মিল আছে। এই গ্রহটি যে নক্ষএকে কেন্দ্র করে ঘোরে সেই নক্ষএটি আমাদের সূর্যের মত,গ্রহটি তার নক্ষএকে 93 মিলিয়ন কিঃমিঃ দুর থেকে প্রদক্ষিন করে। কেপলার 22b 290 দিনে তার নক্ষটিকে একবার প্রদক্ষিন করে,পৃথিবী 365.25 দিনে একবার সূর্যকে প্রদক্ষিন করে।

গ্রহটি তার কক্ষপথে তার নক্ষএ থেকে এমন একটি দুরত্বে আছে, যাকে বলা হয় habitable zone এতে করে গ্রহটিতে গ্রহটিতে যে কোন ধরনের প্রানের বিকাশ হতে পারে,কারন এই জোনের জন্য গ্রহটিতে পানি এবং সাগর ও থাকতে পারে। গ্রহটির পৃস্ঠ তাপ 22 ডিগ্রী সেলসিয়াস বা 72 ডিগ্রী ফারেনহাইট যা জীবন সূস্টি এবং ধারন করার উপযুক্ত। গ্রহটির গঠন অনেকটা পৃথিবীর মতই,কিন্ত আকারে পৃথিবীর 2.4 গুন অনেকটা সৌরজগতের গ্রহ নেপচুনের মত। কেপলার মিশনের ডেপুটি চিপ Natalie Batalha,এর মতে এটি বলা কঠিন যে কেপলারের সাগরে কোন ধরনের জীবনের সৃস্টি হয়েছে কিনা,কারন এটি কেবল শুরু আমাদের আরো অনেকদুর যেতে হবে। তবে আশার কথা হলো গ্রহটির সাথে পৃথিবীর অনেক কিছুর মিল হবার সুবাধে আমরা আশাবাদী।

কেপলার 22b কিছু গঠনগত বৈশিস্ঠ্য পৃস্ঠ তাপ 4.44-0.06,ঘনত্ব (g cm-3)1.458-0.003,গ্রহের উজ্জলতা 11.664,ভর 0.970,কক্ষ আনতি 89.764 ডিগ্রী। এই সর্ম্পকে আরো জানতে ভিজিট করুন:Image by NASA/Ames/JPL-Caltech. Ames Research Center Kepler. ছবি সৌজ্যন্যে: NASA. প্রথম ছবি কেপলার মহাকাশ দুরবীন, দ্বিতীয় নাসার ঘোষনা ,তৃতীয় ছবি গ্রহের কক্ষপথ, চতুর্থ ছবি কেপলার গ্রহ,পন্চম ছবি এখন পর্যন্ত কেপলারের আবিস্কৃত সৌরজগতের বাইরে অন্য গ্রহ, ষস্ঠ ছবি কেপলারের গ্রহ পর্যবেক্ষন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।