আমাদের কথা খুঁজে নিন

   

আসুন জেনে নিই কিছু অজানা তথ্য!!!

পৃথিবীর কাছে তুমি হয়তো কিছুই নও, কিন্তু কারও কাছে তুমিই তার পৃথিবী" নিয়ে এলাম ‘অজানা সব তথ্য’ এর জন্য কিছু আরো একটি টিপস। এবার শুরু করা যাক........ *আমাদের সৌরজগতে উপগ্রহের সংখ্যা ৬০টি। *বুধ, শুক্র, প্রিথিবী এবং মঙ্গল এই চারটি গ্রহকে ‘rocky’ গ্রহ বা ‘terrestrial’ গ্রহ বলে। * ইউরেনাস এবং নেপচুনের মধ্যে সব থেকে বেশি পরিমান বরফ, carbon monoxide, frozen water, ammonia, আছে। *প্রজাপতির প্রকৃত নাম ছিল ফ্লাটারবি (flutterby) *একটি হাতির দাতের ওজন ৯ পাউন্ড হতে পারে।

*প্রায় সব রকমের ব্রেকফাস্টি ঘাস জাতীয় দ্রব্য থেকে তৈরী। *হাতি ই এমন এক প্রকার প্রানী যারা লাফাতে পারেনা। *প্রতিটি মানুষের জিভের গঠনছাপ আলাদা হই। * Leonardo Da Vinci একই সময়ে এক হাত দিয়ে লিখতে ও আরেক হাত দিয়ে ছবি আকতে পারতেন। ভাল লাগলে অবশ্যই কমেন্ট করবেন ! ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.