আমাদের কথা খুঁজে নিন

   

তাহাদের মনের কথা...

... আমি সব দেখেশুনে খেপে গিয়ে বলি বাংলায় 'ধুর-বাল'। "আমাদের প্রাণপ্রিয় ভাইয়েরা সুদূর পাকিস্তান থেকে সম্মানিত অতিথি হয়ে আমাদের সাথে ক্রিকেট খেলতে এসেছেন, সেই ভাইদের প্রতি অসীম শ্রদ্ধা ও ভালবাসা থেকেই আমরা চেয়েছি যে তাঁরা যেন কোনভাবেই মনকষ্ট না পান। বিজয়ের মাসে যদি আমাদের ভাইয়েরা আমাদের কাছে হেরে যেত তাহলে একটা লজ্জাজনক ব্যাপার ঘটতো, তাদের সম্মানহানি হবে এরকম কিছুইতো আমরা করতে পারি না, তাই না? তাঁদের জন্যই আমাদের এত আয়োজন, মন থেকে তাঁদেরকে সমর্থন দেয়ার জন্য আমরা নিজের দেশের পতাকা ওড়ানোও বন্ধ করে দিয়েছি, তাঁদের পতাকা উড়িয়ে নিজেদের আতিথ্যবোধ প্রকাশ করছি। ভাইয়েরা যেভাবে ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের দিকে, এ সুযোগ যদি আমরা নষ্ট করি তাহলে দুই দেশের মাঝে বন্ধুত্বপূর্ণ সর্ম্পক গড়ে তোলা কখনোই সম্ভব হবে না। ... এমনিতেই দেশের কিছু অসভ্য লোক এই সম্পর্ক উন্নয়ন করার পথে বাধা সৃষ্টি করছে, তারা রাজনীতি, খেলা আর ভালবাসার মধ্যে পার্থক্য বোঝে না... তাই আমরা যতটুকু পেরেছি আমাদের ভাইদের প্রতি ভ্রাতৃসুলভ মনোভাব নিয়ে খেলেছি, খেলায় জয়-পরাজয় থাকবেই, ভাইদের জয় মানেতো আমাদেরই জয়...।"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।