আমাদের কথা খুঁজে নিন

   

শীতের সকাল

মনের কথা সুন্দরকে কে-না ভালবাসে। সৌন্দর্যের পুজারী সকলে। সুন্দর জিনিসটিকে নিজের কাছে ধরে রাখতে সবাই পছন্দ করে। হোকনা না কেন মনের মাঝে লুকানো ভালবাসার মানুষটি, হোকনা কেন কোন প্রিয় জিনিস। প্রকৃত জিনিসটি প্রতিটি ঋতুর মাঝে দেখা যায়।

প্রতিটির ঋতুর রয়েছে নিজস্ব সৌন্দর্য। এর মধ্যে একটি হচ্ছে শীতকাল শীতের সাকালে কুয়াশাচ্ছন্ন ভরা আমেজ মজাদায়ক একটা দৃশ্য। আমাদের গ্রামে শীতের সকালের দৃশ্যটা একটু ভিন্ন। শীতের সকালে প্রথম যেটা সবাই প্রত্যাশা করে সেটা হচ্ছে রোদের স্পর্শ। এ এক মজার অনুভূতি।

আবার কেউ শীতের ঠান্ডার ভয়ে লেপ মুড়িয়ে বসে থেকে, কিংবা শুয়ে থেকেই সকালে ঠান্ডা শিশিরভেজা আমেজটাকে বিদায় জানায়। যা এই কাজটি করে, আসলে এই কুয়াশাচ্ছন্ন রুপ উপভোগ করা থেকে বঞ্চিত রাখে। এদিকে আবার গ্রামের মানুষ গুলে শীতের ঠান্ডা আবহওয়াকে একটু উৎসবের মত মনে করে। বাড়িতে বাড়িতে আগুনের মিষ্টি -আচ- নেয়ার জন্য আগুন জালানো হয়,ঠিক তথন আগুনের চারপাশে বসে শীত কমানোর চেষ্টা করা হয়। যেখানে একটু সূর্যের কীরণ পড়ে মাটিতে সেখানেও সাবাই বসে নান গল্পে মেতে উঠে।

বিশেষ করে আমার সবচেয়ে মনে- নাড়া- দেয় সেই ছোট বেলার কথা। রাত পুরোপুরি ভঅব শেষ হতে পারতোনা, আমি উঠে পড়তাম ভোররাতে তখন আমার প্রথম কাজ ছিল সকালে দৌড় দিয়ে সবার প্রথমে শিউলী ফুল কুড়ানো। মনে হতো সে সময়ে বন্ধুদের সাথে শিউলী ফুল কুড়ানো প্রতিযোগীতা। তারপরে ছিল-মা-বাবা ও বড়দের কাছে পিঠা খাওয়ার বায়না। কারণ শীতের সকালে আমাদের গ্রামে পিঠা বিক্রি করতে আসতো।

তখন পিঠার হাড়ি থেকে সবচেয়ে বড় পিঠটা আমার চাই....চাই......। এই রকম ছিল আমার বায়না। সাথে ছিল শীতের সকালে মজাদার খাওয়ার খেজুরের রস ও মুড়ি। একসাথে খেতে ভাল লাগতো। সাবই মিলে শীতের পোশাক পরে একসাথে মৌলবি/হুজুরের কাছে কুরআন হাদীস শিথকে যাওয়া এখানো অনেক মনে নাড়া দেয়।

আমার শীতের সময় শীতের পোশাক পরার মজায় ছিল আলাদা ও তাবুও আবার নতুন পোশাক । বিভিন্ন রংঙের কোট,সুয়েটার ,মাপলার,টুপি, ইত্যাদি রয়েছিল আমার মা-বাবার কাছে বায়না। শীতের দিনে আমি একটি জিনিসকে খূব ভয় পায় । সেটা হচ্ছে পানি। কারণ শীতের সময় পানি থাকে ঠান্ডা।

তাই সে সময় গোসল করা ছিল একটি মুসকিল কাজ। এই জন্যে যে -মা-এর কাছে কত বকুনি ও মার খেয়েছি। ...... শহরে আমি কাটিয়েছি শীতের দিনগুলো কিন্তু আমার গ্রামের মত মজা নেই। আমার গ্রামই ভাল –আজও আমাকে ভাললাগে। এখনো উপভোগ করি।

শীতের দিনগুলো। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।