আমাদের কথা খুঁজে নিন

   

বিভক্ত রাজধানী

সত্য ন্যায়ের সাথে আগামীর পথে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে বিষয় গুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তার একটি হচ্ছে "রাজধানী ঢাকাকে বিভক্তকরন ইস্যু" এই ইস্যুটিকে কেন্দ্রকরে বাংলাদেশের প্রধান বিরোধী দল ঢাকায় সকাল সন্ধা হরতাল ডেকেছে আর সেই হরতালকে সাধারন মানুষও সমর্থন করেছে বলে দাবী করেছেন বিরোধী দলীয় ভারপ্রাপ্ত মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।যা হোক রাজধানী ঢাকাকে কেন বিভক্ত করা লাগলো আর এর মাধ্যমে কি প্রকার সুযোগ সুবিধার সৃষ্টি হবে এ বিষয়ে অবিভক্ত ঢাকা সিটির সদ্য বিদায়ী মেয়র সাদেক হোসেন খোকা বলেছেন শুধুমাত্র রাজনীতির সংকীর্ন মনমানসিকতা থেকেই ঢাকাকে বিবক্ত করা হয়েছে। আর সরকার দলীয় ব্যক্তিরা বলছেন এর মাধ্যমে ঢাকার উন্নয়ন মূলক কার্যক্রম বৃদ্ধি পাবে। আর আমাদের মাননীয় প্রধান মন্তী শেখ হাসিনা বললেন ‍‍‍"টাকা থাকলে ঢাকাকে চার ভাগ করতাম" এটা কি কোন সুস্থ মস্তিস্ক সম্পন্ন মানুষের কথা হতে পারে ? এই সর্ম্পকে গতকালকে কাজী সোলায়মান আলীর লেখা একটা কবিতা পড়লাম সেখানে এর যথার্থ উত্তর আমি পেয়েছি। আর তা হল.... ক্ষমতার দাপট আমি পারি আমি করি, যা চাই তাই করি, ঢাকায় দিয়েছি হাত টাকা থাকলে করতাম চার ভাগ, বলে সব বোকা রাজধানী ঢাকা, আমি জানি উন্নয়নের শিরা, তা যে মোর পিতার টুঙ্গি পাড়া, ওরে মূর্খের দল করিস না কোন ছল, তোদের নাই শিক্ষা করিস তোরা ভিক্ষা, আমার কত ডিগ্রি গনবি তোরা শিগ্রি, যত সব চাটা আওয়ামীতে বাটা, বিডি আর অফিসার মারার ডাইজেষ্ট, দিলো তারা আমায় শান্তির কৃষ্ট, যে দিন থাকবেনা মোর রাজ, ভেঙ্গে দিব সোনার বাংলার তাজ, এক দিন তোরা বুঝবি আমায় তোরা খুজবি, দাদা বাড়ী যেতে তোরা কাটা তারে ঝুলবি। এই হলো বর্তমান সরকারের কারবার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।