আমাদের কথা খুঁজে নিন

   

আমরা কি বিভক্ত? কিন্তু কেন?

আজকে অনেক মানুষকে দেখছি ব্লগার থাবা বাবার নাস্তিকতা আর শাহাবাগের যুদ্ধাপরাধীর বিচার এই দুইকে এক করে ফেলছেন। একটি সহজ প্রশ্ন - আপনি কি কারও কথাতে রাজাকারের ফাসি চান? যদি নিজের মনের দাবি হয় রাজাকারের ফাসি, যদি প্রানের দাবি হয় জামাতে ইসলামী মুক্ত বাংলাদেশ - তবে কেন সহযোদ্ধাকে হারিয়ে আরও বেশী ক্ষিপ্ত না হয়ে, আরও বেশী সক্রীয় না হয়ে তার নাস্তিকতা নিয়ে ব্যাস্ত আমরা? আমাদের প্রতিবাদ আমাদের বিরূদ্ধে ৭১ এ হওয়া অন্যায়ের বিরুদ্ধে, আমাদের প্রতিবাদ ৪২ বছর ধরে এই বেঈমানদের দাপটের বিরুদ্ধে। আমাদের প্রতিবাদ ৪২ বছরের সহ্য করা অপমানের বিরুদ্ধে। আজকে আমার সহযোদ্ধা যদি হিন্দু হয় - আমি কি আমার দাবি ছেড়ে দিব? আমি তো ধর্মযুদ্ধ লড়ছি না। আমার যুদ্ধ ইসলামের বিরুদ্ধে নয়। আর এই চাওয়া তো নিজের শুদ্ধ অস্তিত্ব চাওয়া। কিছু ব্লগের কমেন্ট পড়ে তা থেকে কি আমি সরে দাড়বো?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।