আমাদের কথা খুঁজে নিন

   

বিভক্ত তিতাস; দ্বিধা বিভক্ত জাতি..

যা ইচ্ছে তাই ..যাই লিখে যাই.. ইচ্ছে মতো ভাবনা ছড়াই... ভাবনা গুলোও এলো মেলো...পদ্য নাকি গদ্য হলো...কে জানে তা.... সে জানা নাই.. বিভক্ত তিতাস নদী- শুধুমাত্র অন্য একটি রাষ্ট্রকে ট্রানজিট সুবিধা দেয়ার জন্য একটি চলমান নদীকে খুন করা হলো.. বিভক্ত শহর; বিভক্ত তিতাস; দ্বিধা বিভক্ত জাতি, আর কত বিভক্তি চাই? আরতো ভালো লাগেনা.... কেউ কি নাই প্রতিবাদ করার? আমরা সবাই কি দুর্বল চিত্তের? কন্ঠে বা কব্জিতে নাই কোন জোর? সত্যই দেশপ্রেম বলে কিছু কি আছে ? ঘরে কি খোন্তা- কোদাল, বেলচা-শাবল নাই? ওরাতো দ্বিধা বিভক্ত করেই বন্ধ করবে নদীর স্রোত, ওরাতো জাতি বিভক্ত করেই ভাঙ্গতে চাইবে জাতীয়তাবাদ, ওরা বিভক্ত করবে নদী, বিভক্ত করবে শহর, বিভক্ত করবে দেশ, কোন এক সময় টুকরো টুকরো সার্বভৌমত্ব একটু একটু করে গিলে খাবে, বুঝতে দেরি হয়ে গেলে সব হারিয়ে পরতে হবে গোলামীর জিন্জির; যেমন ছিল আগে, এখন হয়ত বুঝতে পারলামনা, তবে কোন একদিন ঠিকই বুঝতে পারবো, তখন হয়তো প্রয়োজন হবে আর এক একাত্তর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।