আমাদের কথা খুঁজে নিন

   

একটি হত্যা কান্ডের পর যেটা হওয়া উচিত আর যেটা হয়।

আরেকটি হাবি জাবি ব্লগ!! কেউ যদি অপ্রত্যাশিত ভাবে মারা যায়, কারো দ্বারা খুন হয় তার জন্য সুষ্ঠু তদন্ত মৃত ব্যাক্তির / মৃত ব্যাক্তির পরিবারের অধিকার। খুনি যদি পরিচয় গোপন করে খুন করে, যে কোন রাষ্টই সর্বোচ্চ চেষ্টা করে খুনির পরিচয় বের করার। খুনিকে আটক করে পরে বিচারের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা করার। নিহত পরিবারকে যথাযথ সাহায্য করার, তাদের পাশে এসে দাঁড়ানোর। গনতান্ত্রিক দেশ হিসেবে সরকারের কাছ থেকে আমরা তো নিজেদের নিরাপত্যা পেতে পারি, পেতে পারি সুষ্ঠু বিচার তাই না? কিন্তু আসলে আমরা কি পাই? আমার প্রিয় বাংলাদেশে মনে হচ্ছে বিচার চাওয়া একটা অপরাধ। কে কাকে খুন করে তা আমরা সরাসরি দেখি, টিভিতে তা সরাসরি দেখানো হয় তারপর ও খুনির বিচার হয় না। উলটো বাহ বাহ দেওয়া হয়। প্রিয় বাংলাদেশ যেখানে সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে, যেখানে কেন আইন শৃঙ্খলা আর রাজনৈতিক দিক দিয়ে দিন দিন দিন পিছিয়ে যাচ্ছে? কেউ যদি বুঝত যে এই রাজনীতি আর আইন শৃঙ্খলায় বাংলাদেশ স্থিতিশীল হয় আমরা বিশ্বকে দেখিয়ে দিতে পারতাম আমরাও পারি... এতটুকু স্বপ্ন দেখাও কি আমাদের অপরাধ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.