আমাদের কথা খুঁজে নিন

   

বাকৃবিতে অনার্স ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি প্রায় ৭৫ শতাংশ

শনিবার সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত একযোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১২ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় মোট ৮৫১৫ জন পরীক্ষার্থীর অংশগ্রহন করার কথা থাকলেও প্রায় ২৫ শতাংশ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে জানা গেছে। পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ রফিকুল হক, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান, রেজিস্ট্রার মোঃ নজিবুর রহমান, প্রক্টর ড. এনামুল হক প্রমুখ। ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. এমএ সামাদ খান জানান, ভর্তি পরীক্ষার ফলাফল আগামী সোমবারের মধ্যে প্রকাশ করা হবে। এছাড়াও ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.bau.edu.bd) অথবা টেলিটকের ওয়েবসাইটে (http://bau.teletalk.com.bd/) পাওয়া যাবে। এদিকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ক্যাম্পাসে মিছিল করেছে বাকৃবি শাখা ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন ছাত্র সংগঠন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।