আমাদের কথা খুঁজে নিন

   

সিগারেট বা ধূমপান বন্ধে রমজান মাসের ভুমিকা ।

সিগারেট বা ধুমপান কিংবা মদ্যপানসহ যাবতীয় বাজে অভ্যাস ত্যাগ করার জন্য রজান মাসই যথেষ্ট । একজন মুসলমানকে সাওম পালনরত অবস্হায় সুবহে সাদিক হতে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যাবতীয় পানাহার এবং ইন্দ্রিয় তৃপ্তি হতে বিরত থাকতে হয় । তা নাহলে তার সাওম পালন হবে না । ঠিক এ রুপই যদি কেউ প্রতিঞ্জা করে আমি আর জীবনে ধূমপান বা মদ্যপান করব না তাহলে তার জন্য এরুপ বাজে অভ্যাস ত্যাগ করা সহজ ব্যাপার । আর রমজান মাসের শিক্ষাও কিন্তু এরুপ । এ মাসকে মডেল মনে করে বাকী ১১ মাস অনুরুপভাবে চলবে । অথচ কিছু মুসলমান সারা দিন কষ্ট করে সাওম পালন করে ইফতারের পর ধূমপান বা অন্য বাজে অভ্যাসগুলো অনুশীলন শুরু করে, এটা কিন্তু সাওম এর মূল শিক্ষা নয় । আশা করি আমরা পবিত্র রমজানকে যথার্থভাবে পালন করব ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।