আমাদের কথা খুঁজে নিন

   

সিগারেট এবং আমি

এই ব্লগের কোন লেখা আমার অনুমতি ব্যতীত কোথাও ব্যবহার না করার অনুরোধ করছি

একদিন ভীষণ ভালোবাসলে আমায় যেমন বাসো তুমি একটি সিগারেট সযত্নে ঠাঁই দিলে প্রশস্ত বুকে যেমন শুকনো সিগারেটকে দাও ঘর্মাক্ত বুকপকেটে। ওষ্ঠের ফাঁকে, যেমন রাখো তুমি অসাড় সিগারেট, রাখলে আমার যোনী যেনো শৈল্পিকভাবে অকস্মাৎ জ্বাললে ভেজা দেয়াশলাই উত্তাল বাতাসে, স্ফূলিঙ্গের মতো জ্বাললে আন্তর আগুন যেমন জ্বালো অই নিস্পৃহ সিগারেটে, পান করলে আকন্ঠ, নেশাগ্রস্তের মতো, নিঃশেষ করলে যেনো লক্ষ বছর ধরে; যেমন প্রায়শই করো পান, ধ্বংশ করে দাও তুচ্ছ সিগারেটের জীবনকে। অতঃপর ছুঁড়ে দিলে আমায় নোংরা কীটের মতো আবর্জনার স্তূপে, যেমন যত্রতত্র ফ্যালো তুমি সিগারেটের মূল্যহীন অবশেষ। তোমার কাছে, হে চিরন্তন নষ্ট পুরুষ, নারী হিশেবে আমি সামান্য একটা সিগারেটের চেয়েও মূল্যবান হতে পারলাম না কিছুতেই!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।