আমাদের কথা খুঁজে নিন

   

সিগারেট

প্রজনীয় কথা সবাই বলে তাই আমি ভাবছি অপ্রজনীয় কথা বলব।

একটা সময় ছিল যখন সিগারেট খাওয়াকে অপরাদ হিসেবে দেখা হত, কেও সিগারেট খেতে হলে আড়ালে গিয়ে খেত। এখন সিগারেট খাওয়াকে যেন credit হেসেবে দেখা হয়, সিগারেট না খাওাই বরং অপরাদ। Friend circle এ যে সিগারেট খায়না তাকে নিয়ে সবাই হাসাহাসি করে। অধুমপায়ীকে ধুমপানের বিভিন্ন জয়গান শুনানো হয়। প্রয়জনে তার উপর mental torture করা হয়। ধোয়া দিয়ে তাকে নাজেহাল করা হয়। Public place এ সিগারেট খাওয়া অপরাদ হলেও করও তা মানার mentality নেই। Public place ই হলো সিগারেট খাওয়ার উৎক্রিষ্ট জায়গা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।