আমাদের কথা খুঁজে নিন

   

ছোটভাই হিসেবে অনুরোধ করছি; বন্ধু হিসেবে উপদেশ দিচ্ছি; বড়ভাই হিসেবে আদেশ দিচ্ছি.... এই কাজটি করুন।।।

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺ ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, আমাদের গর্বের মাস, আমাদের অহংকারের মাস।

। । আসুন, এই ডিসেম্বরে ইন্টারনেট জগতে সদা বিচরণ করা অগণিত বাংলাদেশীরা মিলে ইন্টারনেট জগতকে সাজিয়ে দেই লাল-সবুজে। বিশ্বকে দেখিয়ে দেই যে বাঙালী আজও দেশকে অতোটাই ভালবাসে যতোটা ভালবেসেছিল ১৯৭১ এ; বাঙালী আজও অতোটাই ঐক্যবদ্ধ যতোটা ছিল একাত্তরে। ।

। লোকে হয়তো বলবে, "এসবতো লোক-দেখানো। " হোকনা লোক দেখানো, লোকে কি বলে না বলে তাতে আমাদের কিছুই আসে যায়না। । ।

১৯৭১ সালে যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের জন্য রইলো অন্তরের গভীর থেকে শ্রদ্ধা ও ভালবাসা.............. (((((যারা ইতিমধ্যেই এই কাজটি করে ফেলেছেন তাদের প্রতি রইলো অন্তরের অন্তঃস্থল হতে স্যালুট))))) সবাই ভাল থাকবেন -হ্যাপি ব্লগিং ☺ ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।