আমাদের কথা খুঁজে নিন

   

মুখোশের সন্ধানে... আপনার ছোটভাই


সম্মানিত ব্লগারগণ, আমি একটি অতীব জরুরী সমস্যায় পতিত হয়ে আপনাদের সাহায্যপ্রার্থী। আমরা মামা-ভাতিজা একটি কমেডি শিশুতোষ ভৌতিক শর্ট ফিল্ম বানাতে যাচ্ছি। সমস্যা হল মুখ নিয়ে। আমাদের কাছে কোন মুখ নাই! মুখের বড় অভাব। না না... আসলে যেটা নাই সেটা হচ্ছে একটা মুখোশ।

একটা ভৌতিক মুখোশ দরকার। উপরের ছবির মত এত বিচ্ছিরি না। একেবারে 'সেরকম' একটা মুখোশ... তবে মন খারাপ হল ভাইয়ারা কেউ কমেন্ট করেন না। আমি বিশ্বাস করি সামহোয়ারইন অনেক বড় একটা শক্তি, এখানে সাহায্য চেয়ে পাই নাই এমনটা হতে পারে না। এতগুলা মানুষ কেউ কি সাহায্য করবে না? আমার ভাতিজা একটা প্রবাদ বলে- 'টু হেলফ হিম'... (সাহায্যকারী হও) আচ্ছা, দুষ্টুমি করলাম।

ভেবে দেখেন, আমাদের বয়স ষোলর কোঠা পেরোয়নি, আমরা তো আপনাদের ছোট ভাইয়েরই মত। সামহোয়ারইনে আপনার সহস্র ছোট ভাই-বোনদের থেকে কেউ একটু সাহায্য চাইলে আপনি কি না করতে পারেন? প্লিজ... একটু যদি দয়া করে সন্ধান দিতেন... একটা চমতকার মুখোশের খোঁজ! ঢাকা শহরের কোন মার্কেটে...
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।