আমাদের কথা খুঁজে নিন

   

মল্লিকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা!

অশ্লীলতার অভিযোগে দায়ের করা মামলায় হাজিরা না দেওয়ায় বলিউডের অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের বিরুদ্ধে আজ মঙ্গলবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভাদুদারা জেলা আদালত।
২০০৬ সালের ৩১ ডিসেম্বর বর্ষবরণ অনুষ্ঠানে মুম্বাইয়ের একটি পাঁচতারকা হোটেলে অশ্লীল মঞ্চ পরিবেশনার জন্য মল্লিকা ও হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছিলেন তত্কালীন বারোদা বার কাউন্সিলের প্রেসিডেন্ট নরেন্দ্র তিওয়ারি। তিনি ভারতীয় পেনাল কোডের ২৯৪ ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদনও করেছিলেন।
টিভি চ্যানেলে মল্লিকার অশ্লীল মঞ্চ পরিবেশনাটি দেখার পর মামলা করেছিলেন নরেন্দ্র তিওয়ারি। মল্লিকার বিরুদ্ধে গত মার্চে সমন জারি করেছিলেন ভাদুদারা আদালতের একজন ম্যাজিস্ট্রেট।

গত সপ্তাহেও আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল মল্লিকাকে। ৬ জুলাই শনিবার আদালতের বেঁধে দেওয়া সময় পার হয়ে গেলেও আদালতে হাজিরা দেননি তিনি। জানিয়েছে পিটিআই।
এ অবস্থায় মল্লিকার বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন নরেন্দ্র তিওয়ারি। তাঁর আবেদন আমলে নিয়ে আজ মল্লিকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তবে তা জামিনযোগ্য।

আগামী ১৯ আগস্টের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ‘মার্ডার’খ্যাত এ তারকা অভিনেত্রীকে। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।