আমাদের কথা খুঁজে নিন

   

মল্লিকার নাভির স্পর্শ নয়... কেজরিওয়ালের পদধূলি চাই

আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।


মার্ডার সিনেমায় মল্লিকার নাভিতে স্পর্শ করার দৃশ্যে শিহরিত হবার বদলে আমার এখন কেজরিওয়ালের পদধূলি নিতে ইচ্ছে করছে। কিন্তু ভিসা সমস্যা। আমারে কেউ ভিসা যোগাড় করে দিলে, আম আদমি পার্টি থেকে নির্বাচিত দিল্লির নয়া মুখ্যমন্ত্রীর দরবারে হাজির হইতাম।



বলতাম- দয়া করে আমাদের আশীর্বাদ দিন, আপনার মত একজন নেতা যেনো বাংলাদেশে জন্মায়। যারা শরীরের চিকনাই জমাবেন না, ঘাম ঝরিয়ে মানুষের জন্য তিনি নেমে পড়বেন রাস্তায়-অফিসে ঘাটে কাজে কাজে ব্যস্ত থাকবেন, নিবেদিত থাকবেন সবার জন্য- জনসেবায়।

এনডিটিভির খবরে যেমনটা বলা হচ্ছে ‌'সৃষ্টি কর্তা' কে নিরাপত্তার দায়িত্ব দিয়ে এখন বিদ্যুৎ বিল পঞ্চাশ ভাগ কমিয়ে আনা, ৭০০ লিটার পানি বিনা মাশুলে সরবরাহ, বিদ্যায়তন এবং হাসপাতাল বৃদ্ধির দিকে নজর থাকবে। দুর্নীতি রোধে একটা বিলও পাস করবেন, যার জন্য আন্না বাবু না খাইয়া ছিলেন কয়েকবার। 'অনশন' শব্দটা কইলাম না, এইটা আমাদের দেশেও হয়।

ফল অশ্বডিম্ব।

আমাদের নজর কোন দিকে? সাম্প্রতিক খবরের কাগজের রিপোর্টগুলো দেখতে বুঝতে পারবেন। আর ক্ষমতার চিরন্তন লড়াইটা তো এখন কি পর্যায়ে আছে সেটি অজানা কারো নয়। মাল মুহিত বলেছেন, ক্ষমতায় থাকলে বিত্তের চিকনাই বাড়ে, এটা স্বাভাবিক।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।