আমাদের কথা খুঁজে নিন

   

মল্লিকার সমালোচনায় প্রিয়াংকা

আন্তর্জাতিক মঞ্চে ভারত সম্পর্কে নেতিবাচক মন্তব্য করায় বলিউডি অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের সমালোচনা করলেন সাবেক বিশ্ব সুন্দরী এবং অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। সম্প্রতি, কান চলচ্চিত্র উৎসবে মল্লিকা ভারতকে নারীদের জন্য পশ্চাৎপদ দেশ বলে মন্তব্য করেন। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
২৭ মে ইউনিসেফের একটি মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ অনুষ্ঠানে প্রিয়াংকা বলেন, “আমি মনে করি আমরা একটি উন্নয়নশীল জাতি। পুরনো চিন্তাভাবনা এখন আর এ দেশে তেমন নেই।

আমরা সবাই এখন মেয়ে-শিশুদের শিক্ষিত করার বিষয়ে কথা বলি এবং দেশের উন্নয়নের কথা বলি। তাই ভারত সম্পর্কে আন্তর্জাতিক মহলে এমন নেতিবাচক মন্তব্য সবার মনে ভুল ধারণার সৃষ্টি করবে। ”
মল্লিকার এমন মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ভারতকে নিয়ে ভুল ধারণার সৃষ্টি করতে পারে, আর তাই এটি ঠিক নয় বলেই মনে করেন প্রিয়াংকা। তিনি বলেন, “মল্লিকার কথাটি আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। নারীদের জন্য এটি দুঃখজনক।

এটি একেবারেই ঠিক না। ”

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।