আমাদের কথা খুঁজে নিন

   

রচিত বর্তমান

বিস্তৃত পথ, একলা পথিক আমি, ভারাক্রান্ত হৃদয়, টলমলে নোনাক্ত পানি! ধুপধুপ শব্দ, বোবা কান্না, অস্থির ভাবাবেশ, ঘড়ির টিকটিক শব্দে কেটে যাওয়া, প্রতিটি মূহুর্ত। অসাড়তায় নিবিষ্ট, প্রতিটি কোষ, প্রতিটি অঙ্গানু, প্রতিটি শিরা,উপশিরা, ধমনী,তন্তু। একপক্ষের বলিদান, অন্যপক্ষের গ্রহন, রক্ত-কষ্টের খেলা, এভাবেই রচিত বর্তমান, অতীত,ভবিষ্যত্‍। কোন উপলব্দি ব্যতীত, লন্ঠন হাতে, এগিয়ে চলছি, নিজ হস্তে জ্বালাতে আগুন! ধেয়ে আসা কষ্টের অবয়ব কুণ্ডলী, মাঝদেশে একমাত্র আমি, সরু এক লক্ষ্যে,তার গতি, আমি পারিনি, পারিনি আমি। শুকনো পাতা মচমচ, ধ্বংস করে নিজকে। নেত্র ঢলে কয়েক ফোঁটা বিন্দু! আত্মচিত্‍কার। কণ্ঠদেশে থেমে,পাতলা স্বর। নির্বাক,বিহ্বল,একাকিত্ব, জ্বলে যায় ভিতর টুকু, কয়লার স্তুপ বাড়ে এককোনে। কষ্ট,কষ্ট,কষ্ট, নীল রং, বিষাক্ত ছোবল, আমি পারিনি, পারিনি আমি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।