আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের কি রাজনৈতিক দল গুলির অন্ধ আনুগত্য থেকে বের হয়ে আসার এখনও সময় হয় নি? এত লম্বা ঘুম কেন আমাদের?

মানুষের মনে আজ বাসা বেধেছে হিংসা আর ঘৃণা... মানবতা আজ ফেরারী... দিকে দিকে আজ শয়তানের উল্লাস নৃত্য...... গত কয়েকদিন ধরে ব্লগে দেখছি, কিছু শিক্ষিত আর বুদ্ধিমান মানুষ এই দেশের প্রমানিত দুর্নীতিবাজ, চাদাবাজ, ভন্ড আর সন্ত্রাসী রাজনৈতিক দল (বিএনপি, লীগ, জামাত আর জাপার) গুলির জন্য বড় গলা করে ভোট চাইতে আর প্রচার চালাতে। আমার উনাদের কাছে প্রশ্ন, আপনারা এসব পারেন কি করে? আপনাদের কি বিবেক বুদ্ধি, আত্মসম্মান আর বিবেচনা বলতে নাই? আপনারা আসলেই কি এখন ও মন থেকে ভাবেন যে এই দল গুলি এই দেশের মানুষের কথা ভাবে? একেক দল তো কয়েকবার করে ক্ষমতায় ছিল, তারা কত টুকু জনগণের ভাল করেছে, আর কতটুকু নিজেদের উন্নয়ন করেছে আমাদের রক্ত চুষে, তা কি আপনারা দেখেও না দেখার ভান করবেন? আপনারা যারা এই সব নর্দমার কিটের চেয়ে খারাপ দল গুলি কে ভোট দিবেন আপত্তি নাই, নীরবে দিয়ে আসেন, কিন্তু ব্লগে দল বেধে প্রচার চালান, আপাদের কি লজ্জা বলতে কিছু নেই? আমরা কি আসলেই জাতি হিসেবে দেউলিয়া? আমাদের শিক্ষিত সমাজ এই দল গুলির দাসত্ব কেন মেনে নিয়েছে? আমরা আমাদের বিবেক বুদ্ধি ইজারা দিয়েছি কেন এই সব দল গুলির কুলাঙ্গার নেতা কর্মীদের কাছে? আমাদের কি অন্ধ আনুগত্য থেকে বের হয়ে আসার এখনও সময় হয় নি? আমরা কি এখনও ঘুমিয়ে থাকব আর চাটুকারদের মত দল গুলির চাটুকারিতা করে যাব? আমরা যতদিন এই অন্ধ আনুগত্য দেখাব, ততদিন এরা আমাদের চুষে খাবে। সত্যিই খুব হতাশা ঘিরে আসে চারিদিকে। এই জাতির কোন আশার আলো নাই কোথাও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.