আমাদের কথা খুঁজে নিন

   

আকাশের উজ্জল তারার ছবি।

আকাশের 20 টি উজ্জল তারার নাম এবং মন্ডলের বর্ননা আগেই দিয়েছি। এবারে 20 টি ঊজ্জল তারার ছবি এবং তারা গুলির আরো কিছু বর্ননা দিলাম। 1.আকাশের সবচেয়ে উজ্জল তারা লুদ্বক (Sirius) মন্ডল Cains Major, উজ্জলতা -1.46, এটি একটি জোড়া (Binary Star) তারা। 2.অগস্ত্য (Canopus) মন্ডল Carina উজ্জলতা -0.72, দুরত্ব 250 আলোকবর্ষ (1 Light year = 5,878,000,000,000 mile, 9,457,702,000,000 km)। 3.সেন্টরী (Centaurus) মন্ডল Centaurus, উজ্জলতা -0.27, জোড়া তারা পরিএ্ঞমন কাল 80 বছর।

4.অভিজিত (Vega), মন্ডল Lyra, উজ্জলতা 0.03 জোড়া তারা দুরত্ব 25 আলোকবর্ষ। 5.বম্রহ্দয় (Capella), মন্ডল Auriga, উজ্জলতা 0.04, বিষম তারা দুরত্ব 43 আলোকবর্ষ। 6.স্বাতী (Arcturus),মন্ডল Bootes,উজ্জলতা -0.04,প্রতি সেকেন্ডে 75 মাইল বেগে সূর্যের দিকে এগিয়ে আসছে। । 7.বানরাজ (Rigel),মন্ডল Orion, উজ্জলতা 0.12,অতি দানব (Super Giant blue star)নীল জোড়া তারা।

8.প্রভাস (Procyon),মন্ডল Cains Minor, উজ্জলতা 0.38, জোড়া তারা দুরত্ব 11 আলোকবর্ষ। 9.নদীমুখ (Achernar), মন্ডল Eridanus, উজ্জলতা 0.46,দুরত্ব 85 আলোকবর্ষ। 10.বিজয় (Centauri),মন্ডল Centaurus, উজ্জলতা 0.9, জোড়া তারা দুরত্ব 190 আলোকবর্ষ । 11.শ্রবনা (Altair), উজ্জলতা 0.77, দুরত্ব 16.6 আলোকবর্ষ। 12.আদ্রা (Betelgeuse),মন্ডল Orion, উজ্জলতা 0.5 অতিদানব (Super giant) লাল তারা ব্যাস 400 মিলিয়ন কিঃমিঃ।

13.মিথুন (Pollux), মন্ডল Gemini, উজ্জলতা 1.14, দুরত্ব 36 আলোকবর্ষ। 14.রোহিনী (Aldebaran), মন্ডল Taurus, উজ্জলতা 0.85, জোড়া তারা ব্যাস সূর্যের ব্যাসের 40 গুন দুরত্ব 68 আলোকবর্ষ। 15.বিষনু তারা (Castor), মন্ডল Gemini, উজ্জলতা 1.58, তিনটি জোড়া (Multiple Binary) তারার সমন্বয়ে গঠিত,উল্লেখ্য 1781 সালে এই মন্ডলে (Gemini) স্যার উইলিয়াম হার্শেল ইউরেনাস গ্রহটি আবিস্কার করেন। এবং 1930 সালে ক্লাউড টুম্বা Pluto গ্রহটিকে ও এই মন্ডলে আবিস্কার করেন। 16.চিএা (Spica),মন্ডল Virgo, উজ্জলতা 0.98, জোড়া তারা দুরত্ব 260 আলোকবর্ষ ।

17.জ্যেষ্ঠা (Antares),মন্ডল Scorpions,উজ্জলতা 0.96, অতি দানব লাল তারা ব্যাস 200 মিলিয়ন মাইল,দুরত্ব 330 আলোবর্ষ 18.মৎসমুখ (Fomalhaut) মন্ডল Pisces Australis ,উজ্জলতা 1.16, দুরত্ব 22 আলোকবর্ষ। 19.পুচ্ছ (Deneb),মন্ডল Cygnus, উজ্জলতা 1.25, দুরত্ব 1,800 আলোকবর্ষ। 20.মঘা (Regulus), মন্ডল Leo, উজ্জলতা 1.35, দুরত্ব 85 আলোকবর্ষ। সাথে আকাশের যেই ম্যাপ দিলাম রাত 11.30 মিনিটের সময় এক সাথে 20টি তারার অনেক গুলোকে দেখতে পাবেন। ছবি প্রসেসিং করা হয়েছে, Astro image farmer software দিয়ে।

Technical details:OPTICS 10" Newtonian f/5.2 MOUNT Losmandy G11 equatorial CAMERAhilips ToUCam Pro SC1 webcam FILTERS: None ম্যাপ সৌজ্যন্যে:http://www.google.com/imgres?q=centaurus+constulation&start=120&num=10&hl=en&biw=1366&bih=578&tbm=isch&tbnid=GM7K1Pwd3SbyIM:&imgrefurl=http://www.oneminuteastronomer.com/3779/constellation-centaurus/&docid=-j_XGcRT2lYyIM&imgurl=http://www.oneminuteastronomer.com/wp-content/uploads/2011/04/Centarus-Map.jpg&w=1015&h=800&ei=-9rRTrrYNM6XhQey2tyzDQ&zoom=1&iact=hc&vpx=666&vpy=265&dur=1175&hovh=199&hovw=253&tx=78&ty=129&sig=101030906616095592705&sqi=2&page=11&tbnh=169&tbnw=217&ndsp=12&ved=1t:429,r:3,s:120 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।