আমাদের কথা খুঁজে নিন

   

আকাশের মত একা।

চিরদিনই তোমারই তো থাকব!

কেউ কেউ বড় একা, আকাশের মত একা। এক বুক মেঘ নিয়েও, জলের পায় না দেখা। ভর দুপুরে সাহারার বুকে, ফোটে যদি কোনো ফুল, যেন সেতো তারই ভুল। করুণা করে না তপ্ত বালুকা, সে তো শুধু মরীচিকা। কেউ কেউ বড় একা।

ভরা পূর্ণিমা দীপালি সাজায়, তারার প্রদীপ জ্বেলে, জোছনার হোলি খেলে। গর্বিত চাঁদ নতমুখী হলে, সূর্য পায় টিকা। কেউ কেউ বড় একা। আকাশের মত একা। এক বুক মেঘ নিয়েও, জলের পায় না দেখা।

কেউ কেউ বড় একা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।