আমাদের কথা খুঁজে নিন

   

মাতৃত্ব

স্বপ্নবাজ। একটা রাতের রংধনুর স্বপ্ন দেখি...। -কিঙ্কর আহ্সান মাতৃত্ব কিঙ্কর আহ্সান ১. এখানে আঁধারে ঢেকে আছে চারপাশটা। চোখ মেলে মাঝে মাঝে দেখতে ইচ্ছে করে আলো। কিন্তু হয়না।

ছোট্ট একটা জায়গায় গুটিশুটি মেরে শুয়ে থাকা হয় সারাক্ষন। একঘেয়ে লাগে কখনও। তবে জায়গাটা মন্দ নয়। খাওয়াদাওয়ার কোন চিন্তে নেই। ঘুমানো আর দুষ্টুমি এই করতেই কেটে যায় সময়।

বোঝা যায় অনেক অনেক কষ্ট নিয়ে হলেও মমতা দিয়ে আকড়ে রেখেছে তাকে কেউ একজন। যেদিন আলো দেখবে সেদিন এই কেউ একজনকে অনেক আদর দেবে সে। দেবে ভালোবাসা। দুর করে দেবে তার সকল কষ্ট। তাই অপেক্ষা করা হয়।

অপেক্ষা করা হয় পৃথিবীর মোহনীয় রূপ আর সোনাঝড়া রোদ দেখার জন্যে। অদ্ভুত সুন্দর সে অপেক্ষার প্রহর...। ২. কয়েকটি দৈনিক পত্রিকার ভেতরের পাতায় ছাপা হয়েছে ছোট্ট একটি খবর। ছিনতাই করতে গিয়ে গনপিটুনিতে নিহত হয়েছে গর্ভবতী এক মহিলা। দারিদ্র্যতা তাকে মহান করেনি,করেছে অপরাধী।

দিন ফুরোতেই মানুষ ভুলেছে এ গল্পের কথা। শুধু ভোলেনি একজন। সেই একজন যে দেখতে পারেনি তার মায়ের মুখ। অপেক্ষার প্রহর শেষে আলোতে মাখাতে পারেনি শরীর। মানুষ তাকে উপহার দিযেছে মৃত্যু।

নির্মম,নিষ্টুর মৃত্যু। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।