আমাদের কথা খুঁজে নিন

   

মাতৃত্ব (জাদুকর কবি)

কত মস্ত গৃহস্থালি - দামী দামী আসবাব; এত সুখ চারিদিকে কিন্তু হায়রে নারী, সকল কিছুর মাঝে তুই -ই গরিব ! বুকে যার আছে সন্তানের গৃহ সেই আজ যুগল স্তনে করে দুঃখের লালন । শত ধনেও যেন অপূর্ণ সে ব্যর্থ মাতৃত্বে - একটি সন্তান-হোক তা ছায়া বাধা পরবে তার জ্বলন্ত স্নেহেতে, কেউ কি দেবে একটি সন্তান ? মোহন যোজন কষ্টে দু'ফোটা অশ্রুর আবদ্ধ সত্ত্বে । তার বুকের ভিতর জমে আছে ভালবাসা সন্তানের উষ্ণতায় যা গলে যায়, জলধারা হয়ে বয়ে যায় চারপাশ প্লাবিত করে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।