আমাদের কথা খুঁজে নিন

   

মেঘ বৃষ্টিতে সাতটি ইচ্ছে

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ! মেঘ বৃষ্টিতে সাতটি ইচ্ছে .... শহরে তোমার বৃষ্টিও নেই দৃষ্টিও না বলে আজ জলে নেমে গ্যাছে সাতটি কৌতুহলে! আজকাল বড় ভুলো মনা মেঘ রাতটিও খুব একা- বৃষ্টির মেঘ বৃষ্টির মেঘ যাচ্ছে তোমাকে দেখা! উড়ে গ্যালে মেঘ পাখির মত? ইচ্ছেরা আজ দূরে সরে গেছে বৃষ্টি ভেজার ক্ষত বুকে নিয়ে আঁখির ভেতর! ঐ নীল টিপ মেঘের প্রদীপ জ্বলছে শূন্য কপালে; তোমার শহরে বৃষ্টি আসেনা সাতটি ইচ্ছে জলের গভীর একটি ছিল বৃষ্টি ভেজার ঝরে গেলো খুব অকালে! তোমার শহরে বৃষ্টিরা নেই আজকে কদিন- বৃষ্টিরা নেই মেঘ করা মন বৃষ্টি অধীন; মন ভাল নেই


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।