আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্ন ভাঙ্গার শব্দবিহীন শোক

যতবার আমি দু’চোখে সবুজ স্বপ্ন জড়াতে চাই - কালবোশেখীর হিংস্র থাবায় ভেঙে যায় সবকিছু ; থেমে যায় যেন মহাজীবনের সুরেলা সেই সানাই - যে সুরের টানে ছুটেছি একদা স্বপ্নঘোড়ার পিছু ! আমার ফুলের বাগানে এখন রঙ নেই ঘ্রাণ নেই - পাতায় পাতায় কীট-পতঙ্গ ছড়িয়ে রেখেছে বিষ ; ভোরের নরম বাতাসে এখন গীতিময় প্রাণ নেই - শিল্পী পাখিরা ছন্দ ভুলেছে দোয়েল ভুলেছে শিস্। নীল গগনের উদার দৃষ্টি দেখে না আমার চোখ - সমুদ্র দেখে কান্না ভোলে না ব্যাথিত হৃদয় আজ ; বরং ভেতরে ঢেউ খেলে শুধু শব্দবিহীন শোক - মেঘের প্রলেপে ম্লান হয়ে যায় স্বপ্নের কারুকাজ। তবুও আশার আলোকমালায় সুপথ দেখবো বলে- সোনালী রূপালী মিনার গড়েছি হৃদয়ের অঞ্চলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.