আমাদের কথা খুঁজে নিন

   

জাফর ইকবাল স্যার যা কয় ঠিকই কয়!

সময় টিভিতে প্রায় ১ মাস আগে এক ছেলেকে জাফর ইকবাল স্যার বলেছিল যে "তুমি নিশ্চিন্ত থাক যে আলোর চেয়ে অতিপারমাণবিক কণা নিউট্রিনোর গতি কম, আচ্ছা তুমি লিখে রাখ, আমি বললাম যে আলোর গতিই বেশি হবে" আলোর চেয়ে অতিপারমাণবিক কণা নিউট্রিনোর গতি বেশি_আগে করা এই দাবি ভুল ছিল বলে জানিয়েছে এ নিয়ে গবেষণা করা বিজ্ঞানীদের একটি দল। গত সোমবার তারা আগের দাবি নাকচ করে এ বিবৃতি দেয়। এর আগে দুবার পরীক্ষায় নিউট্রিনোর গতি আলোর চেয়ে বেশি প্রমাণিত হয়েছে বলে তারা দাবি করেছিল। সুইজারল্যান্ডে অবস্থিত সার্ন গবেষণাগারের বিজ্ঞানীরা গত সেপ্টেম্বরে প্রথম দফায় ওই গবেষণাগার থেকে ইতালির গ্রান স্যাসো গবেষণাগারে নিউট্রিনো পাঠান। 'অপেরা' নামের ওই গবেষণায় বিজ্ঞানীরা নিউট্রিনো প্রবাহের যে গতি রেকর্ড করেন, তার চেয়ে আলো ৬০ ন্যানো সেকেন্ড কম সময়ে পেঁৗছেছে বলে দাবি করা হয়।

চলতি সপ্তাহের প্রথমদিকে ওই বিজ্ঞানীরাই দ্বিতীয় দফায় এ পরীক্ষা চালান। তাতেও একই ফল পাওয়া গেছে বলে দাবি করা হয়। তবে ইতালির জাতীয় পদার্থবিজ্ঞান ইনস্টিটিউটের তত্ত্বাবধানে বিজ্ঞানীদের একটি দল গ্রান স্যাসোতে পাঠানো নিউট্রিনোর বাকি অংশ নিয়ে আরেকটি পরীক্ষা চালান। 'ইকারুস' নামের ওই পরীক্ষায় তাঁরা নিউট্রিনোর গতিবেগে আগের পরীক্ষায় রেকর্ড করা গতিবেগের মতো কিছু পাননি বলে জানান। এর আগে আলোর চেয়ে নিউট্রিনোর গতি বেশি বলে বিজ্ঞানীদের আবিষ্কারের ঘোষণায় স্তম্ভিত হয়ে পড়ে পুরো বিজ্ঞান বিশ্ব।

তাঁদের দাবি সঠিক হলে আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ বিষয়ক ধারণা এবং আধুনিক পদার্থবিজ্ঞানের একটি বিরাট অংশ ভুল তথ্যের ওপর দাঁড়িয়ে আছে বলে প্রমাণিত হতো। তবে ইকারুস দলের বিজ্ঞানীরা দাবি করেছেন, তাঁদের প্রাপ্ত ফলাফলে আলোর গতির চেয়ে বেশি গতিতে চলা নিউট্রিনোর সন্ধান পাওয়া যায়নি। সূত্রঃ কালের কন্ঠ দেখচস? স্যারের কথা ঠিক! যা ভাগ! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.