আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ এর সুপ্রিমকোর্ট এর ওয়েবসাইট হ্যাকিং এর অভিযোগে RAB এর হাতে গ্রেফতার হওয়া বাক্তিরা দেশবাসির কাছে চরম মিথ্যাচার করছেন। আসুন আমরা এর প্রকৃত ঘটনা জানি ও প্রতিবাদ করি।

দুরে তুমি দাড়িয়ে গত ১১ ই নভেম্বর তারিখে বাংলাদেশ এর সুপ্রিমকোর্ট এর ওয়েবসাইট বাংলাদেশ এর একটি আন-ইথিকাল হ্যাকিং গ্রুপ থেকে হ্যাক করা হয়। সুপ্রিমকোর্ট এর ওয়েবসাইট হ্যাকিং এর নিউজ প্রকাস হবার পরপরই বাংলাদেশ এর সবচেয়ে শক্তিশালী ইথিকাল হ্যাকিং হ্যাকিং গ্রুপ “ বাংলাদেশ সাইবার আর্মি” এই ঘটনার প্রকিত সত্য উদ্ঘাতনে নেমে পড়ে। এবং এই গ্রুপ্টির কয়েকজন সদসসের অক্লান্ত পরিশ্রমে “বাংলাদেশ সাইবার আর্মি” এই হ্যাকিং এর পেছনে সকল তথ্য খুজে বের করতে সক্ষম হয়। তারা বেশ কিছু চাটিং ইনফরমেশন এবং একটি গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ সংগ্রহ করে প্রশাশন এর কাছে প্রেরন করে। এর পাশাপাশি “বাংলাদেশ সাইবার আর্মি” সুপ্রিমকোর্ট এর ওয়েবসাইট টি প্নরুদ্ধার করা শুরু করে।

“বাংলাদেশ সাইবার আর্মি” এর দেওয়া বিভিন্ন তথহের ভিত্তিতে RAB মোঃ রাসেল ভূঁইয়া আর শাহ্‌ মিজানুর রাহমান নামে ২ জন কে গ্রেফতার করে। মো. রাসেল ভুইয়ার পিতার নাম মো. আব্দুল কুদ্দুস। চট্টগ্রামের উত্তর পতেঙ্গায় তার বাসা। শাহ মিজানুর রহমানের পিতার নাম শাহ ওবায়দুর রহমান। হবিগঞ্জের বাহুবল থানায় তার বাসা।

বাংলানিউজটোয়েন্টিফোর এর নিউজ প্রথম আলো এর নিউজ কিন্তু গ্রেফতার হওয়া বাক্তিরা রাব এর কাছে চরম মিথ্যা কথা বলে। যা কয়েকটি মিডিয়া তে প্রকাশ করা হয়। গ্রেফতার হবার পর তা বলে যে, “সুপ্রিম কোর্টের সাইটটি অন্য হ্যাকাররা হ্যাক করে। তারা সেটি উদ্ধার করে তাদের আয়ত্বে নেয়। সে কারনে সাইটটির কোন তথ্য খোয়া যায়নি”।

তারা আরও বলে, “সুপ্রিম কোর্টের ওয়েবসাইট ইউরোপের একটি দেশ থেকে হ্যাক করা হয়েছে। এই হ্যাকিং ঠেকানোর জন্য তাঁরাও সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রবেশ করেছিলেন। এতে তাঁরা RAB এর কাছে ধরা পড়ে যান। " এমন চরম মিথ্যা কথা বলতে তাদের কি একবার ও লজ্জা করল না? যেই বিসিএ (BCA) বাংলাদেশ সাইবার আর্মী এতোদিন ধরে এই দুইটার দল 'এক্সপায়ার সাইবার আর্মী"-থেকে দেশের সাইটগুলো লেইম ধরনের SQL থেকে বাচালো। আজ তারাই বলে কিনা, তারা সেটি উদ্ধার করে তাদের আয়ত্বে নেয় ! এই আন-ইথিকাল এক্সপায়ার সাইবার আর্মী এদের বিরুদ্ধে ভুরি ভুরি প্রমান আছে যে, তারাই এই সুপ্রিমকোর্ট এর ওয়েবসাইট হ্যাকিং এর সাথে প্রতক্ষ ও পরোক্ষ ভাবে জরিত।

এর বেশ কিছু প্রমান ইতিমধ্যেই প্রশাশন এর কাছে প্রেরন করা হয়েছে। বাংলাদেশ সাইবার আর্মী দিন রাত খেটে আজ কিছু পেলো না, আর আজ দুইটা মিত্থাবাদি হয়ে গেল কিনা বিশ্ব হ্যাকার ! র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার এম সোহায়েল এর কথা, 'তারা ইন্টারনেট বিষয়ে বেশ বিচক্ষণ ও যেকোন সাইট হ্যাকিংয়ে পারদর্শী বলে জানায় কমান্ডার এম সোহায়েল। হাহাহাহাহাহাহাহাহাআহ শুনে খুব হাসি পেল। যদি এই ধরনের কোন মিডিয়া কাভারেজ পাবার ইচ্ছা থাকত বাংলাদেশ সাইবার আর্মী এর, তাহলে প্রতিদিন ই একটা করে নিউজ হইত। ( ফান করলাম ) বাংলাদেশ সাইবার আর্মী শুধুমাত্র দেশের স্বার্থেই কাজ করে যাচ্ছে নিরলস ভাবে।

আসুন আমরা তাদের সাথেই থাকি।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.