আমাদের কথা খুঁজে নিন

   

একটি ইসলামিক ইবুক ডাউনলোড করুন(১০)

চেষ্টা করছি ভাল কিছু তৈরী করতে............................ আমাদের সকল প্রচেষ্টা, আমাদের সকল যোগ্যতা সমস্ত উপায় উপকরণ ও মূল্যবান সময় রাজনৈতিক আন্দোলনের লক্ষেই পরিচালিত হয়। আন্দোলন ও নির্বাচনের সময় আমরা একথা মনে করি,আমরা জাতিগত-ভাবে মুসলমান এবং আমাদের যারা নেতৃত্ব দিচ্ছে এবং যাদের হাতে রাষ্টীয় ক্ষমতা,নিঃসন্দেহে যারা শিক্ষিত,তারা পূর্ণ মুসলমান,ইসলামের মহত্তর মর্যাদা,তার আকীদা ও তার নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থাশীল, অথচ বাস্তবতা এর সম্পূর্ণ বিপরীত। সামগ্রিকভাবে আমাদের মাঝে ঈমানী দুর্বলতা ও আমলের ত্রুটি রয়ে গেছে। কিন্তু আমরা এই ব্যাপারে কোন খোজ খবর রাখি না এবং জনসাধারণের মাঝে কোন চেতনা নাই। অন্যদিকে শিক্ষিত সমাজের অধিকাংশ এমন যাদের মাঝ থেকে পাশ্চাত্য সভ্যতা-সংস্কৃতি জীবনধারা ও রাজনীতির প্রভাবে ইসলামী আকীদা হারিয়ে গেছে,বরং তাদের অনেকেই এমন যারা প্রকাশ্যেই ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং পাশ্চাত্য জীবন দর্শন তাদের চিন্তাধারা প্রাণ দিয়ে ভালবাসে।

তারা চায় পাশ্চাত্য জীবন এর মত তার আলোকে জীবন যাপন করবে এবং জনসাধ্রনের সাথে মেলামেশা করবে। আবার কেউ শক্তি ও ক্ষমতা দিয়ে তা জনগণের মাঝে চাপিয়ে দিতে চায়। বস্তুত তাদের সকলের লক্ষ্য-উদ্দেশ্য এক ও অভিন্ন। অন্যদিকে আমাদের ধর্মীয় ব্যক্তিবর্গ ,একদল পাশ্চাত্য সভ্যতার সামনে আত্মসমর্পণ করেছে। আরেক দল আছে তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে তাদেরকে কাফের মনে করে তাদের সাথে দূরত্ব বজায় রাখে এবং এ ধর্মহীন মনোভাব ও সভ্যতা ও সংস্কৃতির কাড়ন খতিয়ে দেখেতে চায় না।

তাদের সংশোধন করা ও ইসলামের সাথে এ সংঘাতময় অবস্থার পরিবর্তন করার চেষ্টা করে না। তাদের সাথে মেলামেশার মাধ্যমে ইসলাম ও দীনী ব্যক্তিবর্গের প্রতি ভীতি দূর করে তাদের কাছে যা কিছু ঈমান ও আমল রয়েছে তাকে চাঙ্গা করা এবং শক্তিশালী আবেদন-শিল ইসলামী সাহিত্য প্রনয়ন করে তাদের মানসিক খোরাক দেয়া দীনী চেতনা জাগরিত করার প্রয়োজন মনে করে না। আর একদল তাদের সহযোগিতা করে। তাদের ধন সম্পত্তিতে শরীক হয়,তাদের দুনিয়া থেকে উপকৃত হয়,এ নৈকট্য ও সহযোগিতার উপর ভিত্তি করে তাদেরকে দ্বীনই কোন কল্যাণ দেয়ার কোন ফিকির নেই। ফলে এদের মধ্যে না আছে কোন দাওয়াত না আছে কোন আকীদা না আছে ধর্মীয় অনুভূতি না আছে ইসলামের কোন ফিকির না কোন দীনী পয়গাম।

আজ মুসলিম বিশ্বের প্রয়োজন এমন এক জামাত যারা হবে সকল প্রকার লোভ লালসার ঊর্ধ্বে,নিঃস্বার্থ ধর্ম প্রচারক। তারা এমন ধারনার ঊর্ধ্বে হবেন যা তাদের উদ্দেশ্য হবে নিজের জন্য বা আত্নীয় সজন দের জন্য বা নিজ দলের জন্য সম্পদ হাসিল করা বা ক্ষমতা কুক্ষিগত করা নয়,বরং তারা মানসিক ও চিন্তাগত সকল জটিলতা ও সন্দেহ দয় করে দেবে যা পাশ্চাত্য দর্শ্ন সভ্যতা ও সংস্কৃতি বা ধর্মীয় ব্যক্তিদের ভুল বা ভুল বোঝাবুঝির কারনে সৃষ্টি হয়েছিল অথবা ইসলাম বা ইসলামী পরিবেশ থেকে দূরে থাকার কারনে জন্ম নিয়েছিল। আর এই সংশয় ও জটিলতা নিরসনের মাধ্যম হলো শক্তিশালী কল্যাণকর ইসলামী সাহিত্য রচনা পরিছন্ন ও মননশীল আখলাক চরিত্র,ব্যক্তিত্বের প্রভাব,দুনিয়া-বিমুখতা ও নির্লোভ মানসিকতা এবং তাদের উত্তরসূরিদের চরিত্র মাধুর্য। আল্লামা সাইয়েদ আবুল হাসান আলি নদভী এমন একজন আলেমে দ্বীন ছিলেন,যিনি মানবতার জন্য ধর্মের জন্য দেশের পর দেশ ঘুরে কাটিয়েছেন। তিনি তার কলম দ্বারা কথা দিয়ে মানুষের বিবেকের বদ্ধ দুয়ারে আঘাত হেনেছেন।

বলেছেন তোমরা আর ঘুমিয়ে থেক না । যদি তোমরা না জাগ তাহলে করুন পরিণতির জন্য অপেক্ষা কর। ডাউনলোড লিঙ্ক- নয়া খুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.