আমাদের কথা খুঁজে নিন

   

তত্ত্বাবধায়ক দে হারামজাদী নইলে মানচিত্র খাবো

যাঁরা রাজনৈতিক সচেতন ব্লগার তাঁরা ৯০ এর থেকে আজকের ঘটনা বা ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা কম বেশী সবাই জানি। দেশের ইতিহাসে সেরা, নিরপেক্ষ ভোটগ্রহনে বি এন পি ক্ষমতায় আসে। পরবর্তীতে জামায়াতের তত্ত্ব 'কেয়ারটেকার গভর্ণম্যান্ট' এর জন্য আওয়ামিলীগ জামাতীদের সাথে মিলেমিশে বি এন পি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামে। তখনকার অবস্থাও ছিল আজকেরই মতন অনেকটা। দুই বৃহৎ দলের সাথে অচলাবস্থার অবসানের জন্য নরয়ে থেকে স্যার নিনিয়ান কে আনা হয় মধ্যস্থতাকারী হিসেবে।

উনি দুপক্ষের সাথে সিরিজ বৈঠক করেন এবং পরে ব্যার্থ হয়ে নিজের দেশে ফেরত যান। ঐ ব্যার্থতার জন্য উনি প্রচ্ছন্নভাবে আওয়ামীলিগকে দায়ী করেন। এক সময়ে বি এন পি বাধ্য হয় লীগ জামাতের দাবি মেনে নিতে। সেই আওয়ামিলীগ এবার ক্ষমতায় এসে তাদেরই আন্দোলনের ফসলকে বাতিল করে নতুন চালে খেলছেন। ৭১ এর পর থেকে দেশে সব সময় যত বড় বড় দূর্ঘটনা বা দেশের ক্ষতি হয়েছে তা হয়েছে আওয়ামিলীগের হাতে।

এখনও দেশকে একটা অন্ধকারাছন্ন ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। স্বাধীনতার স্বপক্ষের শক্তির ভন্ড দাবিদার সব সময়ই দেশের স্বার্থের বিরুধী কাজ করছে। কিন্তু দলীয় দালালদের মুখে, দালাল মিডিয়া,দালাল ব্লগে দালাল ব্লগারস রা সরকারের 'মাউথ স্পিকার' হয়ে অনবরত ৭১, মুক্তিযোদ্ধ, চেতনা, প্রজন্ম,রাজাকার ইত্যাদি স্পর্শকাতর বিষয় নিয়ে নোংরা রাজনীতিতে মেতে উঠছে। অথচ একটা জাতীয় ইস্যু, দেশের বৃহৎ বিরোধী দলের একটাই মাত্র ন্যায্যদাবী নিয়ে তারা নীরব আছে। সামুরও উচিৎ কেয়ারটেকার গভর্ণম্যান্ট' ইস্যুতেও তাদের অবস্থান জানানোর।

সরকারের নীজ স্বার্থলোভ থেকে সৃস্ঠ পরিস্থিতে যেখানে বর্তমানের মধ্যবিত্ত নাগরিক জীবন অসহ্য হয়ে উঠছে,সেখানে অতীত নিয়ে দালালদের ২৪/৭ ঐ একই রেকর্ড ভালো লাগে?? দেশে 'বললেস পাপেট সরকারের' নানামুখী মিথ্যাচার ও বালখিল্য কথাবার্তায় জনসাধারনের ঘৃণা, তিক্ততা তীব্রতর হচ্ছে, সেখানে নোবেল প্রত্যাশী মানণীয় নেত্রীর শেখ মুজীবের কন্যার মধ্যে তার পিতার কোন গুণই নজড়ে পড়ছে না। শেখ মুজীব বেচে থাকলে হয়ত বলতো 'হ, ল, নে, যা দিলাম তত্ত্বাবধয়াক, দেহি দেশের জনতা কারে ভোট দেয়'। না, তা হবে না, শেখ মুজীবের আওয়ামিলীগ আর শেখ হাসিনার আওয়ামিলীগ এক না। বর্তমান সরকার চাইলেই সব সুন্দর মত হয়ে যায়। 'কেয়ারটেকার গভর্নম্যান্ট' ইটস এন অনেস্ট ডিমান্ড ফ্রম বি এন পি।

এটা দেশের বর্তমান পরিস্থিতিতে আমি মনে করি অনেক নিরপেক্ষ শান্তবাদী ব্লগার বা যে কোন সাধারন সৎ, স্বার্থহীন শিক্ষিত মানুষও তাই মনে করেন। তাই চলুন সুন্দর, যৈক্তিকদাবী না মানলে , আওয়াজতুলি তত্ত্বাবধায়ক দে হারামজাদী নইলে মানচিত্র খাবো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।